বাংলারজমিন
প্রতিবাদ
৯ মে ২০২৫, শুক্রবারগত ৭ই মে মানবজমিনের ৬নং পৃষ্ঠায় প্রকাশিত ‘ঝিনাইদহ পানি উন্নয়নের উপ-সহকারী আরিফের সম্পদের পাহাড়’ শিরোনাম শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (পুর) আরিফ সরকার। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, প্রকাশিত প্রতিবেদনে চান্দাইকোনা বাজারের পাশে যে বাড়ির কথা উল্লেখ করা হয়েছে তা আমার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। আমার নামে পাঁচতলা বিশিষ্ট কোন বাড়িই চান্দাইকোনা নাই। সংবাদে ঠিকাদারদের নিকট নানা সুযোগ-সুবিধা নিয়ে অবৈধ সম্পদ অর্জনের যে কথা লিখেছেন তা সত্য নয়। চান্দাইকোনা, ধনকুন্ডি ও ঢাকায় আমার কোন নিজস্ব ফ্ল্যাট বা সম্পত্তি নাই।