বাংলারজমিন
রামগঞ্জে যুবদল নেতা পরিচয়ে সরকারি খাল দখল
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৯ মে ২০২৫, শুক্রবারনিজেকে যুবদল নেতা পরিচয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিল্লাল হোসেন নামের এক চা দোকানদার সরকারি খাল দখল করে নির্মাণ করছে পাকা ভবন। রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাটাখালি নামক স্থানে প্রত্যক্ষভাবে ওই ভবনের কাজ চলমান থাকলেও তা বন্ধে নেয়া হচ্ছে না কোনো পদক্ষেপ।
রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গৌরের বাড়ির বিল্লাল হোসেনের নেতৃত্বে কাটাখালি মোড়ের পশ্চিমে পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে নির্মাণাধীন রয়েছে পাকা ভবন। বিল্লাল ব্রহ্মপাড়া মোড়ের একজন চা দোকানদার হলেও নিজেকে যুবদলের বড় নেতা পরিচয় দিয়ে প্রায় মাসব্যাপী ওই ভবনের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ওই কাজের চলমান অবস্থায় ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছিলো।
এ ব্যাপারে বিল্লাল হোসেন জানান, রামগঞ্জে খালগুলোর পাশের বেশির ভাগ সরকারি সম্পত্তি বেদখল হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ করছেন তিনি। কাজ শুরুর পর্যায়ে অনেকেই এসেছেন। তাদের সঙ্গে কথাও হয়েছে।
এনিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস জানান, কাটাখালিতে সরকারি সম্পত্তি দখলের সংবাদ পেয়েছি। এরপর ঘটনাস্থলে গিয়ে তা বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছি।