বাংলারজমিন
অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর বরিশাল বিভাগীয় কমিশনার
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
৯ মে ২০২৫, শুক্রবারবরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার। তিনি নগরীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। দখল উচ্ছেদে তিনি কারও পরোয়া করছেন না। শুনছেন না কোনো সুপারিশ। নিজেই নেতৃৃত্ব দিচ্ছেন দখলকৃত জমি উদ্ধারে। গত বুধবার গুঁড়িয়ে দেন নগরীর গোরাচাঁদ দাস রোডের ভাটার খালের অংশ দখল করে গড়ে ওঠা অপসোনিনের দেয়াল। এতে হারিয়ে যাওয়া খালটি প্রাণ ফিরে পাচ্ছে। সরজমিন দেখা গেছে, প্রায় ৫০০ মিটারের বেশি খাল দখল করে রেখেছিল অপসোনিন। এটি বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ ভাটার খালের অংশ। খালের একটি অংশ উদ্ধার করা হয়। এ সময় এক সাবেক কাউন্সিলর বাধা দিতে গেলেও প্রশাসকের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন। এ বিষয়ে স্থানীয় রবিউল বলেন, দপদপিয়া পুরাতন ফেরিঘাটের কীর্তনখোলা নদীর সব চর এখনো অপসোনিন ও এ্যাংকর সিমেন্ট কোম্পানির দখলে রয়েছে। তাদের দখলে এরকম যত জমি রয়েছে এগুলোও উদ্ধার করা জরুরি। নগরবাসী এ সময় বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেন, আমি কারও বিরুদ্ধে অভিযোগ বা জরিমানা করছি না। সিটি করপোরেশনের খাল পুনরুদ্ধার করে সেখানে জলস্রোত তৈরি আমার প্রধান লক্ষ্য। এজন্য অপসোনিন কর্তৃপক্ষসহ বরিশালের নাগরিকদের সহযোগিতা চেয়েছি। তারা বেশির ভাগ মানুষই আমাকে সহযোগিতা দিচ্ছেন। তিনি বলেন, সিটি করপোরেশনের জায়গা প্রয়োজনে পড়ে থাকবে। সেখানে কোনোরকম ভোগদখল চেষ্টা বা বাধা বরদাস্ত করা হবে না। খাল পুনরুদ্ধারে খালের সীমানাও পরিষ্কার করা হবে। এর আগে বিসিসির কাউনিয়া পানির ট্যাংকি চত্বরের একটি অবৈধ ভবন গুঁড়িয়ে দেন। উদ্ধার করেন বেশ কিছু বিসিসির জমি।