খেলা
আলোনসোর অধীনেই ক্লাব বিশ্বকাপ খেলবে রিয়াল
স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, মঙ্গলবার
রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলোত্তির উত্তরসূরি হবেন জাবি আলোনসোÑ এই আলোচনা গত মৌসুমেই শুরু হয়েছিল। চলতি মৌসুমে সেটা আরও জোরালো হয়। ট্রফিবিহীন মৌসুম কাটানো কোচ কার্লো আনচেলোত্তিকে বিদায় বলে দিয়েছে রিয়াল। তার জায়গায় ৩ বছরের চুক্তিতে আলোনসোকে নিয়োগ দিতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা।
দলবদলের খবর দেওয়ার জন্য বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক স্ট্যাটাসে জানিয়েছেন, আলোনসো ও রিয়ালের মধ্যে এখন শুধু কাগজে-কলমে চুক্তিটাই বাকি। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে দুই পক্ষ। ২০২৮ সালের জুন পর্যন্ত এই চুক্তি। আলোনসোই নিতে যাচ্ছেন রিয়ালের দায়িত্ব। আগামী মাস থেকে রিয়ালকে কোচিং করানো শুরু করবেন বিশ্বকাপজয়ী সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আলোনসো। ফলে ১৪ই জুন থেকে ১৩ই জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপে তাকে দেখা যাবে লস ব্লাঙ্কোসদের ডাগআউটে।
জার্মান ক্লাব লেভারকুসেনের সঙ্গে চুক্তি শেষ করেছেন আলোনসো। রিয়ালও আনচেলোত্তিকে বিদায় জানাতে বিশেষ একটি আয়োজনও রেখেছে। যদিও তার সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে রিয়ালের, মেয়াদ পূর্ণ হওয়ার এক বছর আগেই তাকে চলে যেতে হচ্ছে। গত শুক্রবার জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন ছাড়ার ঘোষণা দেন আলোনসো। গত মৌসুমে তার অধীনে বুন্দেসলিগায় ইতিহাস গড়ে অপরাজিত থেকে শিরোপা জিতেছিল দলটি। জার্মানির ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে কোনো ম্যাচ না হেরে শিরোপা জেতার রেকর্ড করে লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলে ৫১ ম্যাচ না হেরে ইউরোপীয়ান ফুটবলে নতুন ইতিহাস তৈরি করে। জার্মানির ঘরোয়া ডাবল শিরোপা উঠেছিল আলোনসোর হাতে। বিদায়ী বার্তায় তিনি বলেন, ‘এই স্টেডিয়ামে আমি অনেক আবেগঘন সময় কাটিয়েছি এবং এখানে আমি যেভাবে গড়ে উঠেছি, সেটা আজীবনের স্মৃতি হয়ে থাকবে।’ রিয়ালের সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন আলোনসো। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত অল হোয়াইটস জার্সিতে ২৩৬ ম্যাচ খেলেছেন তিনি। দলটির হয়ে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লীগসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছেন তিনি। ২০২২ সালে লেভারকুসেনের হয়ে শীর্ষ পর্যায়ে কোচ হিসেবে যাত্রা শুরু হয় তার।
রিয়ালের দায়িত্ব ছেড়ে আনচেলত্তিকে দেখা যেতে পারে ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে। সেই ঘোষণাও দ্রুত আসতে পারে।
চলতি মৌসুমটা রিয়ালের জন্য দুঃস্বপ্নের মতো কাটছে। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে পড়ে তারা। লা লিগাতেও ৩ ম্যাচ বাকি রেখে বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে শিরোপার রেস থেকে ছিটকে গেছে। কোপা দেল রে’র ফাইনালে বার্সেলোনার বিপক্ষে তারা হেরেছে ৩-২ গোলে। সবমিলিয়ে এই মৌসুমে ৪বারের দেখায় প্রত্যেকবারই বার্সেলোনার বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে আনচেলোত্তির শিষ্যরা। গুঞ্জন ছিল, ড্রেসিংরুমেও নিয়ন্ত্রণ হারিয়েছেন ইতালিয়ান এই বর্ষিয়ান কোচ। সবমিলিয়ে চুক্তির ১ বছর বাকি থাকতেই বিদায় নিতে হচ্ছে তাকে।