ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রিয়ালের জালে বার্সার রেকর্ড ১৭ গোল

স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, মঙ্গলবার
mzamin

রিয়াল মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর জয় নিয়ে লা লিগা শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা। রোববার রাতে মন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েও রিয়ালকে ৪-৩ গোলে হারায় কাতালানরা। ব্রাজিলিয়ান তারকা রাফিনহার জোড়া গোল করেন। একটি করে গোল করেন  ফেরান তোরেস ও লামিন ইয়ামাল। এতে আরেক রেকর্ড গড়লো বার্সেলোনা। চলতি মৌসুমে রিয়ালের বিপক্ষে ৪ ম্যাচে ১৭ গোল করলো হান্সি ফ্লিকের দল, যা যেকোনো দলের জন্য সর্বোচ্চ। 
এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি চার ম্যাচের প্রতিটিতে রিয়ালের বিপক্ষে জয় পেলো বার্সেলোনা। এমন ঘটনা একবারই দেখা গিয়েছিল যা ঘটেছিল ৪২ বছর আগে। ১৯৮২-৮৩ মৌসুমে পাঁচবারের সাক্ষাতে চারবার রিয়ালকে হারিয়েছিল বার্সা। বাকি ম্যাচটি ড্র হয়েছিল।  আগের কীর্তিতেও ভাগ ছিল বার্সেলোনার। ১৯২৯-৩০ মৌসুমে সফলতম স্প্যানিশ ক্লাব রিয়ালের বিপক্ষে মোট ১৩ গোল করে কাতালানরা। এছাড়া এদিন ১০৩ বছর পর এল ক্লাসিকোতে শুরুর ৩৫ মিনিটে পাঁচ গোল হয়। সর্বশেষ এমন কিছুর দেখা মিলেছিল ১৯২২ সালের ২১শে মার্চ। এরপর অবশ্য বিরতির আগে রাফিনহার কল্যাণে হয়ে যায় ম্যাচের ষষ্ঠ গোলটিও। বিরতির আগে দুই দল মিলিয়ে শেষ পর্যন্ত হয় ৭ গোল। এছাড়া এদিন সাবেক পেপ গার্দিওলার পর কেবল দ্বিতীয় ম্যানেজার হিসেবে নিজের প্রথম চারটি এল ক্লাসিকোর সবকটিতেই জয়ের রেকর্ড গড়েন হান্সি ফ্লিক। ২০০৮-১০ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫টি এল ক্লাসিকো জেতেন গার্দিওলা।     
আগামী বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জয় পেলেই বার্সেলোনা নিশ্চিত করবে তাদের লীগ শিরোপা।
‘ইয়ামাল বাচ্চা নয়’
বার্সেলোনার হাতে আছে এখনও তিন ম্যাচ। সেখানে স্প্যানিশ লা লিগার ট্রফি নিজেদের করে নিতে প্রয়োজন মাত্র ২ পয়েন্ট। এর মধ্যে রিয়াল মাদ্রিদ পয়েন্ট খোয়ালে সমীকরণ সহজ হবে। ২০২৪-২৫ লা লিগা মৌসুমে আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে হান্সি ফ্লিকের দল। শেষ ম্যাচেও দারুণভাবে রিয়ালকে ৪-৩ ব্যবধানে হারায় তার দল। এদিন এক গোল করা লামিন ইয়ামাল পুরো ম্যাচে ছিলেন দুর্দান্ত। আর ১৭ বছর বয়সী ইয়ামালকে ছোট বলতে চান না বার্সা কোচ ফ্লিক। ইয়ামাল বার্সার জন্য অনেক বেশিই দায়িত্বশীল ভূমিকা রাখছেন কী না, এ প্রশ্নে বার্সা কোচ বলেন, ‘সে বাচ্চা নয়। সে ভালো করছে। ভালো করার আত্মবিশ্বাসটা তার মধ্যে আছে। যেকোনো কিছু করতে পারার বিশ্বাস তার মধ্যে রয়েছে।’ হান্সি ফ্লিক বলেন, ‘বয়স কম হলেও ইয়ামালের বড় কিছু করার সামর্থ্য আছে। আজ ম্যাচে সে দুর্দান্ত ছিল। ম্যাচে সবসময়ই তার নিজের উপর আত্মবিশ্বাস থাকে। তাছাড়া সে মাঠে বুদ্ধিদীপ্তভাবে খেলার চেষ্টা করে।’ স্পেনের এ ফরোয়ার্ডকে নিয়ে ফ্লিক বলেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলার পরে সে (ইয়ামাল) সামনের দিকে তাকায়। আজকের ম্যাচেও তার গোল আমাদের দলের জন্য অনেক প্রয়োজন ছিল। ১৭ বছর বয়সেই ইয়ামালের অনেক গুণাবলী রয়েছে। আর তাকে আমাদের পাশে পেয়ে আমরা খুবই আনন্দিত’। ৩৫ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮২। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল। লা লিগা শিরোপা নিশ্চিত হলে এ বছর স্পেনের ঘরোয়া ট্রেবল জিতবে বার্সেলোনা।   এর আগে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে, দুটিতেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জেতে কাতালান ক্লাবটি।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status