ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

ভারতের বিপক্ষে টেস্ট খেললে কোহলিকে মিস করবেন লিটন

স্পোর্টস রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার

টেস্ট ক্রিকেটকে গতকাল বিদায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের প্রতিটি কোণা থেকে বিদায়ী শুভেচ্ছা পাচ্ছেন টেস্টে ৯ হাজার ৩৩০ রান করা এই ব্যাটার। গতকাল সংযুক্ত আরব আমিরাত সফর পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস বললেন ভারতের বিপক্ষে টেস্ট খেললে কোহলিকে মিস করবেন। কোহলির অবসরের সিদ্ধান্তে সবাই কমবেশি অবাক হয়েছেন। লিটন অবাক হয়েছেন কিনা প্রশ্নে বলেন, ‘শকিং নিউজ না। এই অধিকার আছে যে কোন সময়টা তারা ক্রিকেট খেলবে, কোন সময়টা খেলবে না। সে যথেষ্ট ম্যাচিউরড। আমার বলার থেকে তাঁর সিদ্ধান্তকে আমার প্রাধান্য দেওয়া উচিত। তাঁর সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।’

তিন ফরম্যাটেই মাঠের ক্রিকেটে অ্যাগ্রেসনের জন্য সবসময়ই আলোচিত কোহলি। লিটনও এদিন বললেন, ‘সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, শুধু ভারতের জন্য না। ওভার অল টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি। তার এটিচিউড বলেন, তাঁর ক্রিকেটের নলেজ বলেন। এরকম একটা খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলবে না। একটা সময় তো প্রতিটা খেলোয়াড়ের অবসরে যেতে হয়, কিন্তু যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি, আমি অবশ্যই মিস করবো আমি যেহেতু অনেকদিন খেলেছি।’ মাঠে আক্রমণাত্মক কিন্তু বাইরে নিপাট ভদ্রলোক, কোহলি সম্পর্কে এই লাইনটা অনেকেই অনেকবার বলেছেন। গতকাল আরও একবার বললেন লিটন, ‘মেমরি বলতে প্লেয়ারদের সঙ্গে কথোপকথন হয়। সে অনেক জেন্টাল। মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক এগ্রেশন দেখায়। শুধু ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ। মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status