ঢাকা, ১৩ জুন ২০২৫, শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

অনলাইন

ঢাবি ছাত্র সাম্য-তোফাজ্জল হোসেন হত্যা

প্রত্যেক পরিবারকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার

(৪ সপ্তাহ আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আবু বকর সিদ্দিক ও মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং প্রত্যেকের পরিবারকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

গতকাল বুধবার ই-মেইলে সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (শিক্ষা) ও রেজিস্ট্রার, প্রক্টর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি ও র‌্যাবের ডিজিকে বিবাদী করে এই নোটিশ পাঠানো হয়।

সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান (বনি), অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাইম সরদার (অয়ন) ও অ্যাডভোকেট শাহেদ সিদ্দিকী এ নোটিশ পাঠান।

এতে বলা হয়, বিবাদীদের ব্যর্থতার কারণেই গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালেয়য়ের মেধাবী ছাত্র শাহরিয়ার সাম্য (২৫), ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেন ও ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর সিদ্দিক নিহত হয়েছেন। বিবাদীরা এ দায়ভার এড়াতে পারেন না।

এসব মৃত্যুর কারণ উদঘাটনে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয় ওই নোটিশে।

পাঠকের মতামত

টাকাটা না কাঁঠাল পাতা?

Shahid ullah
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:০৩ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status