অনলাইন
সকালে সমাবেশ, জুমার পর অনশনে বসছেন জবির আন্দোলনরতরা
জবি প্রতিনিধি
(৭ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ১০:০৯ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের অধিকার আদায়ে শুক্রবার জুম্মার নামাজের পর জবি শিক্ষার্থীদের গন-অনশন ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্যের’ পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন এ ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, আমরা সরকারের নিকট আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। তারা আমাদের উপর হামলা চালিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মেরেছে, কিন্তু আমাদের অধিকারের বিষয়ে কোনো কর্নপাত করেনি। এমনকি ৩৫ ঘণ্টা পার হলেও কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। সরকার থেকে কোনো বার্তা আসেনি।
তিনি বলেন, দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা জুম্মার পরে গণ -অনশন শুরু করবে। এতে সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এদিন শুক্রবার সকাল ১০টা থেকে আন্দোলন স্থলে শুরু হবে জবিয়ান সমাবেশ । একই সাথে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কতৃক শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালো দিবস পালনের ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, এই রাজ পথেই আমরা কাল(শুক্রবার) জুমার নামাজ আদায় করবো। আমি সকল সাবেক-বর্তমান জবিয়ানদের আহ্বান জানাই এই কর্মসূচিতে অংশ নেয়ার।
পাঠকের মতামত
দাবি দাবি দাবি। কিন্তু দাবিটা কি বুঝলাম না। লেখা আরও পরিষ্কার হতে হবে
সর্বপ্রথম বিবেচনা করতে হবে দেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক সহনশীলতা ও স্থিতিশীলতা। জবি শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হতে পারে, তবে এবিষয়ে তাদের অবশ্যই সহনশীলতা বজায় রাখতে হবে। জবি শিক্ষার্থীদের মতো অন্যান্য সকল পক্ষ যদি এইরকম দাবিনামা নিয়ে ঢাকা'র রাস্তা অবরোধ করে তাহলে নিশ্চয়ই সেটা সঠিক হবে না। দেশের সার্বিক সমন্বিত উন্নয়ন আমাদের সকলের জন্যই অতীব জরুরী। আশা করি জবি শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন এবং তা পূরণের জন্য কৌশলগত আন্দোলন করবে, জনদুর্ভোগ সৃষ্টি করবে না।