ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

কাকরাইলে জবি শিক্ষার্থীদের অবস্থান

অনলাইন ডেস্ক

(৬ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২০ পূর্বাহ্ন

mzamin

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নিজেদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার সকালে  কাকরাইল মোড়ে বিশ্ববিদ্যালয়টির বর্তমান শিক্ষক–শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের সমাবেশে যোগ দিতে  বাসে করে শিক্ষক ও শিক্ষার্থীরা আসছেন।

এই অবস্থায় মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গণ–অনশনে বসবেন।

এর আগে বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্যের’ পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন এ ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, আমরা সরকারের নিকট আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। তারা আমাদের উপর হামলা চালিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মেরেছে, কিন্তু আমাদের অধিকারের বিষয়ে কোনো কর্নপাত করেনি। এমনকি ৩৫ ঘণ্টা পার হলেও কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। সরকার থেকে কোনো বার্তা আসেনি।

তিনি বলেন, দাবি আদায়ে শিক্ষক-শিক্ষার্থীরা জুম্মার পরে গণ -অনশন শুরু করবে। এতে সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। 

তিনি বলেন,  এই রাজ পথেই আমরা কাল(শুক্রবার) জুমার নামাজ আদায় করবো। আমি সকল সাবেক-বর্তমান জবিয়ানদের আহ্বান জানাই এই কর্মসূচিতে অংশ নেয়ার। 

 

 

পাঠকের মতামত

নিজেদের স্বার্থে জনদুর্ভোগের কারণ হলে তা হিতে বিপরীত হতে পারে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থে কাজ করা উচিত। একটি কলেজে কেনো হল নাই আজ ২০২৫ সালে সেই প্রশ্ন অবান্তর। প্রস্তাবিত হলের জায়গায় দীর্ঘ দিনের অবস্থানকারীদের উচ্ছেদ অভিযানের ইচ্ছা বর্তমান বিশ্বের একটি করুন অধ্যায়কে মনে করিয়ে দেয়। আশা করি গোষ্ঠিসার্থ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না প্রকৃত শিক্ষার্থীদের মাধ্যমে।

Ramjan Kader
১৬ মে ২০২৫, শুক্রবার, ১:০৩ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে তারা অনাবাসিক হিসেবে ভর্তি হয়েছে ।আর যে কোন ব্যাপার নিয়ে রাস্তা বন্ধ করে আন্দোলন এটা বন্ধ করা দরকার ওদের দাবি মানলে সারা বাংলাদেশের সবার দাবি মানতে হবে একসাথে সবাই নামবো আমরা।

স্বাধীন
১৬ মে ২০২৫, শুক্রবার, ১২:৫১ অপরাহ্ন

Road blocked noi. Ato din apnara koi cilen?

Narul
১৬ মে ২০২৫, শুক্রবার, ১২:৩২ অপরাহ্ন

অবস্থান কর্মসুচি / অনশন ইত্যাদি নিজেদের ভার্সিটি ক্যাম্পাস এ করা উচিত? রাস্তা বন্ধ করে নয়।

No name
১৬ মে ২০২৫, শুক্রবার, ১১:২৬ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status