ভারত
ভারত-পাকিস্তানের ডিজিএমওদের বৈঠক শিগগিরই, যুদ্ধ বিরতির মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৫ ঘন্টা আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২১ পূর্বাহ্ন
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ দুই দেশের সম্মতিক্রমে ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনার জন্য খুব শিগগিরই বৈঠকে বসবেন। সূত্রের খবর, বৈঠকে উভয় দেশের ডিজিএমওরা সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করবেন। ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্তবর্তী এলাকায় উচ্চ সতর্কতার মাত্রা ধীরে ধীরে কমাতে তাদের আস্থা তৈরির পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়ার একদিন পর এই সিদ্ধান্ত নেয়া হলো।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত ১০ মে দুই ডিজিএমও-র মধ্যে সমঝোতার পর, সতর্কতার মাত্রা কমাতে আস্থা তৈরির পদক্ষেপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি আরও উন্নত হওয়ার সাথে সাথে সে সম্পর্কে অবহিত করার কথাও জানান হবে।
চার দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ১০ মে ভারত ও পাকিস্তান সংঘর্ষের অবসানের জন্য একটি সমঝোতায় পৌঁছায়।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান ‘শান্তি প্রতিষ্ঠার জন্য’ আলোচনায় অংশ নিতে প্রস্তুত।
শেহবাজ দেশটির পাঞ্জাব প্রদেশের কামরা বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এই মন্তব্য করেন। তিনি ভারতের সাথে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে জড়িত অফিসার এবং সৈন্যদের সাথে মতবিনিময় করেন।