ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

ভারত

পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার ও উপ কমিশনার বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৩ সপ্তাহ আগে) ৭ জুন ২০২৫, শনিবার, ৩:১৪ পূর্বাহ্ন

আরসিবির বিজয় উদযাপনকে কেন্দ্র করে বুধবার পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় ব্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার ও উপ পুলিশ কমিশনারকে বরখাস্ত করা হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন। 
বিজেপির তীব্র সমালোচনার মুখে  মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বৃহস্পতিবার  সন্ধ্যায় বলেছেন যে, তার সরকার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আরসিবি, কর্ণাটক ক্রিকেট সংস্থা ও তাদের প্রচার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সিদ্দারামাইয়া   সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার তদন্তভার সিআইডিকে দেয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ, বিজয় উদযাপনের অনুষ্ঠান কয়েক দিন পরে করার জন্য পুলিশ যে পরামর্শ দিয়েছিল তার আরসিসি কর্তৃপক্ষ উপেক্ষা করেছে।
রাজ্য সরকার চূড়ান্ত অব্যবস্থাপনার জন্য ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে ।প্রাথমিক তদন্তে দেখা গেছে যে এই অনুষ্ঠানটি শেষ মুহূর্তের পরিকল্পনা  বলে সরকারের দাবি। বিপরীতে, আরসিবি জানিয়েছে  তারা ৪ জুন সমাজ মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে পোস্ট করেছিল। ইতিমধ্যেই আরসিবির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হতে পারে আরসিসি কর্তাদের।
এদিকে, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় কর্ণাটক হাইকোর্ট স্বতঃপ্রণোদিতাবে  বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে শুনানি করেছে। 
১৭ বছর অপেক্ষার পরে ১৮ তম আইপিএল জিতেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বিরাট কোহলিদের সঙ্গে উৎসবে শামিল হতে বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম এবং তার বাইরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হন। সেখানে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার  সকালে কর্ণাটক হাইকোর্টর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও এবং বিচারপতি সি.এম. যোশীর সমন্বয়ে গঠিত বেঞ্চের সামনে একজন আইনজীবী বিচারিক হস্তক্ষেপ চেয়ে জরুরি ভিত্তিতে বিষয়টি তুলে ধরেন। রাজ্যের প্রতিনিধিত্ব করে অ্যাডভোকেট জেনারেল শশী কিরণ শেঠি আদালতকে জানান যে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে এবং একটি বিস্তারিত তথ্যগত প্রতিবেদন পেশ করব। শেঠি বেঞ্চকে বলেন, এটি কোনও প্রতিপক্ষের বিষয় নয়। কী ভুল হয়েছে তা বোঝার জন্য আমরা রাজ্যের যেকোনো নাগরিকের মতোই উদ্বিগ্ন। যেকোনো পরামর্শকে  স্বাগত।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status