ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

ক্যান্টিনে আছড়ে পড়ে বিমান, পাঁচ শিক্ষার্থী নিহত

মানবজমিন ডেস্ক
১৩ জুন ২০২৫, শুক্রবার
mzamin

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বি জে মেডিকেল কলেজ হোস্টেলের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত 
হয়েছেন। আহত হয়েছেন অনেকে। বিবিসি জানিয়েছে আহত অবস্থায় অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের দুইজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। গুজরাটের আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের (গ্যাটউইক) উদ্দেশ্যে বৃহস্পতিবার বেলা ১টা ৩৯ মিনিটে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি। উড্ডয়নের পাঁচ মিনিট পরই আহমেদাবাদের মেঘানি অঞ্চলের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেল ভবনে এটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুপুরের খাবারের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ওই সময় বি জে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যান্টিনে মধ্যাহ্নভোজ করছিলেন। দুর্ঘটনার পর তোলা ছবিতে হোস্টেলের ক্যান্টিনে টেবিলের উপর খাবারের থালা ও গ্লাস ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। বিধ্বস্ত বিমানের কিছু অংশ বি জে মেডিকেল হোস্টেলের ভবন ভেদ করে ভেতরে এবং কিছু অংশ বাইরে ঝুলে থাকতে দেখা গেছে। বিধ্বস্ত বিমানের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবহারওয়াল ও সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডার। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যে কারণে দ্রুত নিচে নামতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী ওই বিমান। ফ্লাইট সেফটি বিশেষজ্ঞ মার্কো চ্যান জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া স্থিতিশীল ও আকাশ পরিষ্কার ছিল।
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status