ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

এই প্রথম বিধ্বস্ত হলো বোয়িং ৭৮৭

মানবজমিন ডেস্ক
১৩ জুন ২০২৫, শুক্রবার

ভারতে এবারই প্রথম বিধ্বস্ত হয়েছে বোয়িং ৭৮৭ সিরিজের কোনো বিমান। বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় বিধ্বস্ত হয়ে একটি  মেডিকেল শিক্ষার্থীদের হোস্টেলে আছড়ে পড়ে বিমানটি। যাতে একজন ব্যতীত আরোহীদের সকলেই প্রাণ হারিয়েছেন। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ওই ফ্লাইটটি বৃটেনের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নের কয়েক মিনেটের মধ্যে বিধ্বস্ত হয়। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি’র বাণিজ্য বিষয়ক সংবাদদাতা জোনাথন জোসেফস বলেছেন, আহমেদাবাদের আগে কখনও বোয়িং ৭৮৭ বিমান এভাবে বিধ্বস্ত হয়নি। প্রায় ১৪ বছর আগে এই মডেলটি বাজারে এনেছিল মার্কিন বিমান সংস্থা বোয়িং। মাত্র ছয় সপ্তাহ আগে ড্রিমলাইনার মডেলের বিমানে ১০০ কোটি যাত্রী পরিবহনের মাইলফলক পৌঁছায় মার্কিন এই কোম্পানি। সেই উপলক্ষে বোয়িং বলেছিল, তাদের তৈরি ১ হাজার ১৭৫টি বোয়িং ৭৮৭ বিমান ৫০ লাখ উড্ডয়ন পরিচালনা করেছে। এসব বিমান আকাশে উড়েছে তিন কোটি ঘণ্টা। আহমেদাবাদে বিমান বিধ্বস্তের এই ঘটনা বোয়িংকে এত বড় ধাক্কা দিলো এমন এক সময়ে, যখন সংস্থাটি ৭৩৭ বিমান একের পর এক বিধ্বস্ত হওয়াসহ বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। আহমেদাবাদের ঘটনার পরে এক বিবৃতিতে বোয়িং কর্তৃপক্ষ বলেছে, তারা ভারতে বোয়িং ৭৮৭ বিমান বিধ্বস্তের ব্যাপারে প্রাথমিক তথ্য পেয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরেই আকস্মিকভাবে নিচে নামতে শুরু করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে থাকে। বিমান বিধ্বস্তের কিছুক্ষণ পর ওই ফ্লাইটে থাকা যাত্রীদের তালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত এআই ১৭১ ফ্লাইটে ১৬৯ ভারতীয় নাগরিক, ৫৩ বৃটিশ নাগরিক, কানাডীয় এক নাগরিক ও পর্তুগালের সাতজন নাগরিক ছিলেন। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, আহমেদাবাদের সরদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুরে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়েছে এআই ১৭১ ফ্লাইট।
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status