প্রথম পাতা
লন্ডন বৈঠকের দিকে তাকিয়ে ঢাকা
স্টাফ রিপোর্টার
১৩ জুন ২০২৫, শুক্রবার
লন্ডনে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত লন্ডনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচন, সংস্কার এবং আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিচার নিয়ে আলোচনা হবে বলে বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, এই বৈঠককে কেন্দ্র করে বুধবার সরকারের কয়েকজন কর্মকর্তা ও বিএনপি’র কয়েকজন নেতা অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন। সেখানে বৈঠকে তারেক রহমান কী কী বিষয়ে আলোচনা করবেন তা সরকারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়। বিএনপি’র পক্ষ থেকে বলা হয়, মূলত নির্বাচন ইস্যুতে কথা বলবেন তারেক রহমান। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা ঘোষিত এপ্রিলের শুরুতে নির্বাচনের সময়সীমার পরিবর্তে তার আগে সুবিধাজনক সময়ে নির্বাচন আয়োজনের পরামর্শ দেয়া হতে পারে।
ওদিকে ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে আজ লন্ডনে দৃষ্টি থাকবে পুরো দেশের। প্রবাসী বাংলাদেশিরাও চেয়ে আছেন এই বৈঠকের দিকে। বৈঠকে জাতীয় নির্বাচনের দিনক্ষণসহ আরও কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকটি রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বৈঠক থেকে ইতিবাচক কিছু আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আজকের বৈঠকের মাধ্যমে সরকারের সঙ্গে বিএনপি’র চলমান টানাপড়েনও কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। লন্ডনের আজকের বৈঠক দেশের রাজনীতিতেও পরিবর্তনের বার্তা দিতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন।
এদিকে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা হোটেল ডোরচেস্টারের সামনে বড় জমায়েত করার পরিকল্পনা করছেন বলে বিএনপি’র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র মতে, প্রধান উপদেষ্টা লন্ডনে পৌঁছানোর পরে সেখানে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বিক্ষোভ করেছে। তারা যাতে বৈঠকের দিন এমন কোনো সুযোগ না নিতে পারে সেজন্য শুক্রবার স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা হোটেল ডোরচেস্টারের সামনে অবস্থান নেবেন।
অন্যদিকে প্রধান উপদেষ্টার লন্ডন সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনীতিতে নানা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়। প্রথম দিকে বিষয়টি সরকার কিংবা বিএনপি’র পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। সোমবার রাতে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। এই সভায় বৈঠকের বিষয়ে আলোচনা হয় এবং এতে অংশ নেয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়। চারদিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ড. মুহাম্মদ ইউনূস। পরের দিন সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বৃটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে বৃটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেন।
পাঠকের মতামত
ড় ইউনুস সাহেব একজন অবিজ্ঞ মানুষ, জনাব তারেক রহমান সাহেবও একজন পরিপূর্ণ অবিজ্ঞতা সম্পূর্ণ রাজনৈতিক নেতা। আশা করি দুই নেতার আলোচনা ফলপ্রসূ হবে এবং জাতি এই সংকটময় মুহূর্ত থেকে মুক্তির পথ খুজে পাবে।