অনলাইন
গুজরাটে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে উঠে আসছে যে সব প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৮ অপরাহ্ন

গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মিনিট খানেকের মধ্যে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ বিমানটি কিভাবে ভেঙে পড়লো তা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে।
বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিসিএ) মনে করছে, পাখির ধাক্কায় হয়তো দুর্ঘটনাটি ঘটেছে। অথচ এর আগে আরও উচ্চতা থেকে পাখির ধাক্কায় জখম বিমানকে নিরাপদে ফিরিয়ে আনা গেলেও এবার তা হয়নি। বিমানের পাইলট এটিসিতে বিপদ বার্তা পাঠিয়েছিলেন।
প্রশ্ন উঠেছে, তাহলে কি উড্ডয়নের সময় কোনও সমস্যা দেখা দিয়েছিল? বিমান চালনায় দক্ষরা জানিয়েছেন, উড্ডয়নের পর পরই ল্যান্ডিং গিয়ার বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে তা খোলা ছিল কেন- সেই প্রশ্ন
উঠেছে। তাছাড়া উড়ানে যে সময়ে গতিবেগ ১৯০-২০০ নট থাকার কথা সেখানে ১৭৪ নট ছিল কেন। তখন কি পাইলট বিমানকে উপরের দিকে তুলছিলেন নাকি নীচে নামানোর চেষ্টা করছিলেন? এমন প্রশ্নও উঠেছে, বিমানটি কি প্রয়োজনের তুলনায় কম দৌড়ে আকাশে উঠেছিল।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে পরিদর্শনের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ১.২৫ লক্ষ লিটার জ্বালানি পুড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানে। অত্যধিক তাপমাত্রার কারণেই যাত্রীদের বাঁচানো যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান শাহ। তার সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এবং কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু।