অনলাইন
আহমেদাবাদে বিমান দুর্ঘটনাস্থলে মোদি
দেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

গুজরাটের আহমেদাবাদে বৃহস্পতিবার বিমান বিধ্বস্ত হওয়ার জায়গাটি শুক্রবার সকালে পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডুও।
হাসপাতালে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন মোদি। এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী, বিশ্বকুমার রমেশ।
সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।
দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুক্রবারও চলছে। বিমান দুর্ঘটনার পর এখনও যাত্রীদের অনেকের খোঁজ পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে নিখোঁজদের সন্ধানে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)। গোটা এলাকা ঘিরে রেখেছে গুজরাট পুলিশ। এনডিআরএফ-এর মহাপরিচালক হরিওম গান্ধী জানিয়েছেন, তাদের ছ’টি দল বৃহস্পতিবার থেকে কাজ করে চলেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভেতরে কেউ আটকে রয়েছেন কি না, ধ্বংসস্তূপ না-সরালে তা বলা মুশকিল।
শুক্রবার দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক দলের সদস্যেরা। এদিন এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবারই প্যারিসগামী বিমানে তিনি রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝে আকাশে বার্তা পাঠিয়ে বিমান ঘুরিয়ে তাকে ফিরিয়ে আনা হয়।