অনলাইন
দশ মিনিট দেরিতে পৌঁছেছিলেন বিমানবন্দরে, আর তাতেই বদলে গেল জীবন
মানবজমিন ডিজিটাল
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই-১৭১। পুলিশ সূত্রে খবর, মৃত্যু হয়েছে বিমানের ২৪১ জন যাত্রীর। যাত্রীদের মৃত্যুর সংখ্যাটা আরও এক বাড়তে পারত। না বাড়ার পিছনে কারণ হলো ১০ মিনিট। জানা গিয়েছে, মাত্র ১০ মিনিট দেরি হওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার ওই বিমান ধরতে পারেননি ভূমি চৌহান নামে এক নারী । আর সেই ১০ মিনিটই তাকে দিল নতুন জীবন।
লন্ডনের বাসিন্দা ভূমি। দীর্ঘ দু’বছর পর তিনি ভারতে এসেছিলেন। বৃহস্পতিবার তার লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু রাস্তায় যানজটের জেরে বিমান বন্দরে পৌঁছতে ১০ মিনিট দেরি হয়। আর তাতেই সাপে বর হয় তার। রিপাবলিক টিভি নামে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাত্র ১০ মিনিটের জন্য আমি বিমানটি মিস করি। এটা ভেবেই আমি মূর্ছা গিয়েছিলাম। কিন্তু পরে এই মর্মান্তিক ঘটনা দেখে আমি বাক্যহারা হয়ে গিয়েছি।” তিনি আরও বলেন, “আমার সারা শরীর এখন কাঁপছে। কথা বলার পরিস্থিতিতে নেই। মাথা কাজ করছে না।’
বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। অসমর্থিত সূত্রের খবর, একজন বাদে বিমানে থাকা ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন বৃটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।জানা গিয়েছে, ওই বিমানে একাই লন্ডনে ফেরার কথা ছিল ভূমির। স্বামীর সঙ্গে লন্ডনে থাকেন ভূমি। এই দুর্ঘটনা বোয়িং কোম্পানির ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনার মধ্যে অন্যতম। ১২ বছর পুরনো বিমানটি এদিন দিল্লি থেকে উড়ে আহমেদাবাদ এসেছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস