অনলাইন
ইরানের আকাশসীমা বন্ধ থাকায় মাঝ আকাশে ৩ ঘণ্টা চক্কর কাটার পর ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

শুক্রবার মাঝ আকাশে তিন ঘণ্টা ধরে চক্কর কাটার পর মুম্বাইয়ে ফিরে এসেছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান। এদিন ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানটি মুম্বই বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার-এর তথ্য বিশ্লেষণ করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিমানটি মাঝ-আকাশে প্রায় তিন ঘণ্টা ধরে চক্কর কাটে। তার পর ফের ফিরে আসে মুম্বইয়ে।
পরে এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের বর্তমান পরিস্থিতির জন্য সে দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। ফলে সেই আকাশসীমা অতিক্রম করে ইউরোপের দেশগুলিতে পৌঁছোতে পারছে না বিমানগুলি। এই পরিস্থিতিতে বহু বিমানের যাত্রাপথ বদলানো হচ্ছে। অনেক বিমানকে মাঝপথ থেকেই ফিরিয়ে আনা হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ১৬টি বিমানের যাত্রাপথ বদলানো হয়েছে কিংবা বিমানগুলিকে ফের ফিরিয়ে আনা হয়েছে।
এজন্য বিমান যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।