অনলাইন
বিমান ভেঙে পড়ার আগে শেষ কথা হয়েছিল মায়ের সঙ্গে দীপকের, বলেছিলেন 'শুভ সকাল'
মানবজমিন ডিজিটাল
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদে বিধ্বস্ত লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানের কেবিন ক্রু সদস্য দীপক পাঠক তার মায়ের সঙ্গে শেষ কথা বলেছিলেন। দিনটা শুরু করেছিলেন ‘শুভ সকাল’ বলে। কিন্তু দুপুরের মধ্যেই সব শেষ। এমনটাই জানাচ্ছেন দীপকের বোন। তিনি বলেন, দুর্ঘটনার খবর আসার পর থেকে তারা ভাইয়ের অবস্থা সম্পর্কে কিছুই জানতে পারেননি। পরিবারের একজন সদস্য জানিয়েছেন, দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর তারা যোগাযোগের চেষ্টা করতে থাকেন। দীপকের ফোন বেজে উঠলেও কেউ সেই ফোন ধরেনি।
তার স্বজনরা বলছেন, যতক্ষণ পর্যন্ত এই ফোন বাজবে, আমরা আশা ছাড়বো না।
আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে শহরের সিভিল হাসপাতাল এবং বিজে মেডিকেল কলেজে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টা পরেও, নিহতদের কোনও সরকারি হিসাব বা তথ্য পাওয়া যায়নি। মুম্বইয়ের কাছে থানে জেলার বদলাপুরের বাসিন্দা পাঠক ১১ বছর ধরে এয়ার ইন্ডিয়ায় কেবিন ক্রু সদস্য হিসেবে কাজ করছিলেন ।
দুর্ঘটনার খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবারের সদস্যরা এবং বন্ধুরা আম্বরনাথ-বদলাপুর রোডের রাওয়াল কমপ্লেক্সে জড়ো হয়েছেন যেখানে পাঠক থাকতেন। তার অবস্থান সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য এখনও পাওয়া যায়নি। সংবাদমাধ্যমকে পাঠকের বোন জানিয়েছেন, সে সকালে মাকে ফোন করে 'শুভ সকাল' বলেছিল। যদিও ব্যস্ততার কারণে আমরা প্রায়শই কথা বলতে পারতাম না, তবুও আমি এবং আমার মা নিয়মিত তার খোঁজ নিতাম।
দীপকরা ৫ ভাইবোন। বছর চারেক আগে তার বিয়ে হয়। দীপকের বোন বলছেন, আমরা সকলেই কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছি। ততক্ষণ পর্যন্ত, আমরা তার সম্পর্কে কোনও প্রতিবেদন বিশ্বাস করব না।
সূত্র : হিন্দুস্থান টাইমস