অনলাইন
ইরানে ইসরাইলের হামলা, মালয়েশিয়ার তীব্র নিন্দা
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

ইসরাইলের সাম্প্রতিক ইরানে চালানো সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া। দেশটি বলছে—ইসরাইলের যেসব আন্তর্জাতিক মিত্র আছে, বিশেষ করে যাদের কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব আছে, তাদের উচিত এই আগ্রাসন ঠেকাতে তৎপর হওয়া।
দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামা জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ নিজের ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ হামলাকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই ধরনের আক্রমণ মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করবে, যা পুরো অঞ্চলকেই অনিরাপদ করে তুলবে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভাষায়, “এই হামলার আসল উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক আলোচনাকে ধ্বংস করা। এমন সময় এই হামলা চালানো হয়েছে, যখন গাজায় ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে সারা বিশ্বে তীব্র সমালোচনা চলছে, আর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে।”
তিনি আরও বলেন, “বিশ্ব সম্প্রদায়ের উচিত নয় এমন কোনো কাজকে প্রশ্রয় দেয়া, যা শান্তি আলোচনা বাধাগ্রস্ত করে এবং বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।”
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসরাইলি বাহিনী ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, এই হামলাগুলো ঘটেছে শুক্রবার গভীর রাতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে—তেহরানের আকাশে ধোঁয়া উড়ছে, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, আর আতঙ্কিত মানুষজন দিগ্বিদিক ছুটছে।