অনলাইন
ধোবাউড়া সীমান্ত দিয়ে শিশুসহ ৯ জনকে পুশ ইন
ধোবাউড়া প্রতিনিধি(ময়মনসিংহ)
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্সিপাড়া বিওপির কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা ৩১ ব্যাটালিয়নের সিইও মো. কামরুজ্জামান ।
বিজিবি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে ৮ জনের বাড়ি বাগেরহাট এবং একজনের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তারা সবাই গত ৮ বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন।
উল্লেখ্য, গত ২ জুন জেলার ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকায় ১২ জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে তিনজন নারী, আটজন পুরুষ ও একজন শিশু ছিল। একই সময় পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার সূর্যপুর ক্যাম্পের সীমান্ত এলাকা দিয়ে আরও ১০ জনকে পুশ ইন করে বিএসএফ।