অনলাইন
রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের, প্রধান উপদেষ্টা বললেন প্রস্তুতি সম্পন্ন হলে করা যেতে পারে
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

আগামী বছরের রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাব করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন হলে এই সময়ে নির্বাচন আয়োজন করা যেতে পারে। শুক্রবার লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। দেড় ঘণ্টার বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বিবৃতিতে বলা হয়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।
জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
প্রধান উপদেষ্টা বলেন যে, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

বিবৃতিতে বলা হয়, জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।
যৌথ বিবৃতি পড়ে শোনার পর সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তর দেন নিরাপত্তা উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জুলাই সনদ নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে অলরেডি আলোচনা চলছে দেশে। এ ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐকমত্যের ভিত্তিতে তা হোক। সংস্কার নিয়েও একই জবাব আমাকে দিতে হবে।
পাঠকের মতামত
আমরা দেশের নাগরিক হিসাবে এই আলোচনাকে স্বাগত জানাই। প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ বিষয়ে যা বলেছেন তাতে আমরা আস্বস্ত হয়েছি। আশাকরি বিএনপি এ বিষয়টি নিয়ে আর রাজনীতির মাঠ গরম করবেন না। প্রয়োজনীয় সংষ্কার ও সৈরাচারের বিচার অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং ১/২ মাস আগে পিছে হলে এমন কোন সমস্যা হওয়ার কথা নয়। আমরা দেশবাসী আগামীতে একটি সুস্থ ধরার রাজনীতি দেখতে চাই, যেখানে থাকবেনা দূর্ণীতি,অনাচার,অর্থপাচার ইত্যাদি। সকলের জন্য শুভকামনা রইল।
জাতির জন্য সুসংবাদ। আমরা ঐক্যবদ্ধ থাকব।
No election before reform and Justice.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আগেই এটি প্রস্তাব করেছিলেন। তবে আমাদের চাওয়া বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেন নির্বাচন না হয়। এদেশের মানুষ ৫/১০ পর পর রক্তক্ষয়ী অবস্থা দেখতে চাই না। ভারত আমাদের দেশের যেকোন বিষয়ে নাক গলাক এটিও আমরা দেখতে চাই না।