অনলাইন
‘বিচক্ষণ তারেক রহমান জানেন স্যার বই পেতে ভালোবাসেন’
অনলাইন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৭ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে কলম ও বই উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বই দুটি হলো পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেক অ্যা ডিফারেন্স’। আরেকটি বই ‘নেচার ম্যাটারস’। তারেক রহমানের এই উপহার নিয়ে অনেকে তার রুচিবোধের প্রশংসা করেছেন। এই উপহারের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রতি তার আন্তরিকতা ও সম্মান প্রকাশ পেয়েছে। এ নিয়ে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ড. ইউনূস স্যারকে জনাব তারেক রহমান একটি কলম ও দুটি বই উপহার দিয়েছেন। বিচক্ষণ মিস্টার তারেক নিশ্চয়ই জানেন, স্যার উপহার হিসেবে বই পেতে ভালোবাসেন। কারণ আপনি যাকে কিছু উপহার দেবেন তার পছন্দ-অপছন্দ অবশ্যই বিবেচনা করবেন। অনেকেরই জানা নেই, ইউনূস স্যার উপহার হিসেবে বই পেতে যেমন ভালোবাসেন, তেমনি বই উপহার দিতেও ভালোবাসেন। আজ থেকে সাত বছর আগে স্যার নিজের লেখা, সারা দুনিয়ায় সাড়া জাগানো এই বইটি আমাকে উপহার দিয়েছিলেন। লেখার সঙ্গে তারিক চয়ন প্রফেসর ইউনূসের স্বাক্ষরসহ তাকে উপহার দেয়া বইয়ের ছবিও যুক্ত করেন।