অনলাইন
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৪৯ রোগী হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ১৫ জুন ২০২৫, রবিবার, ৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৩ অপরাহ্ন

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ২৪৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩৪ জনই বরিশাল বিভাগের। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৯ জন, রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৫ জন, উত্তর সিটিতে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, খুলনায় বিভাগে ৮ জন, ময়মনসিংহে ৭ জন, রাজশাহী ৫ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক ৭ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৯৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী।
ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।