ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

ইরানের সঙ্গে বিরোধের কারণে ছেলের বিয়ে পেছালেন নেতানিয়াহু

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ১১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

হিব্রু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইরানের সঙ্গে প্রকাশ্য সংঘাতের কারণে ছেলের বিয়ে পিছিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  আভনের নেতানিয়াহু ও অমিত ইয়ার্দেনির বাগদান পর্ব সম্পন্ন হয়েছে আগেই। কথা ছিল, সোমবার সাতপাকে বাঁধা পড়বেন তারা। তবে সে বিয়েতে বাধ সাধল যুদ্ধ। শুক্রবার ভোরে ইসরায়েল ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি বড় আক্রমণ শুরু করে, পারমাণবিক স্থাপনা, সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং শীর্ষ নেতৃত্বের উপর হামলা চালায়। প্রতিশোধ হিসেবে, ইরান ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানি ব্যারেজে প্রায় ৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে তিনজন গুরুতর আহত। পরে রামাত গান এবং রিশন লেজিওন শহরে মারা গেছেন আরো অনেকে। দেশটি এখনও জরুরি অবস্থার মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছেলের বিয়ে ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে, কিছু সরকারবিরোধী বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে গাজায় ইসরায়েলি জিম্মিদের আটক রাখার সময় নেতানিয়াহুর পরিবারকে উৎসব উদযাপনের নিন্দা জানিয়েছেন।সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি সরকার বিরোধী প্রতিবাদ সংগঠন জানিয়েছে যে তারা বিবাহের এলাকায় বিক্ষোভের আয়োজন করছে।চলমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে, তেল আবিবের উত্তরে কিব্বুৎজ ইয়াকুমে অবস্থিত অভিজাত রনিটস ফার্ম ইভেন্ট হলের  ১০০ মিটারের  মধ্যে রাস্তা অবরোধ এবং কাঁটাতারের বেড়া তৈরি করা হয়েছিল। পুলিশ এই সপ্তাহের শুরুতে ঘোষণা করেছিল যে অনুষ্ঠানস্থলের ১.৫ কিলোমিটার (০.৯ মাইল) ব্যাসার্ধের মধ্যে আকাশসীমা বন্ধ থাকবে, পুলিশ হেলিকপ্টার ছাড়া।সাম্প্রতিক মাসগুলোতে নেতানিয়াহুর পারিবারিক অনুষ্ঠানে বড় আকারের সরকার বিরোধী বিক্ষোভ দেখা গেছে। এপ্রিল মাসে, শত শত সরকার বিরোধী বিক্ষোভকারী কনের পরিবারের দ্বারা আয়োজিত একটি প্রাক-বিবাহ অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে এবং নেতানিয়াহু পরিবার সেখানে উপস্থিত ছিল।Ynet-এর মতে, অ্যাভনার নেতানিয়াহু অনুরোধ করেছিলেন যে নেসেটের কোনও সদস্যকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো না হোক, যেখানে শত শত অতিথির আতিথ্যের কথা ছিল। গত বছর বহুমুখী যুদ্ধ এবং ড্রোন হুমকির মধ্যে লক্ষ্যবস্তু করা হতে পারে এমন আশঙ্কায় বিবাহ বাতিলের পর, এবার দ্বিতীয়বারের মতো বিবাহ স্থগিত করা হয়েছে।  

সূত্র : টাইমস অফ ইসরায়েল

পাঠকের মতামত

রোম পোড়ে, নিরো বাঁশি বাজার

জনতার আদালত
১৬ জুন ২০২৫, সোমবার, ১২:২৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status