বিনোদন
সোনাক্ষীর ঘরে অদ্ভুত কাণ্ড
বিনোদন ডেস্ক
২৪ জুন ২০২৫, মঙ্গলবার anyone.webp)
ভূত বলে আদৌ কিছু আছে এমনটা বিশ্বাস করার মতো মেয়ে নন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তবে এক ভোররাতের ঘটনা তার সমস্ত ভাবনাচিন্তাকে বদলে দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান সোনাক্ষী। তিনি বলেন, আমি সত্যি এসব বিশ্বাস করতাম না। তবে একদিন ঘরে অদ্ভুত কাণ্ড ঘটলো। ওইদিন আমাকে যেন নাড়িয়ে দিয়েছিল। তারপর আর কিছুই হয়নি। আমি ভেবেছিলাম এটা কী স্বপ্ন? সম্ভবত এটা অপকারী ভূত। সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, আমি ঘুমঘোর এবং জেগে থাকার মাঝামাঝি একটা পরিস্থিতিতে ছিলাম। আমার চোখ বন্ধ ছিল। তবে আমি জেগেই ছিলাম। হঠাৎ আমি একটা চাপ অনুভব করলাম। যেন কেউ আমাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে। আমি ভীতসন্ত্রস্ত হয়ে যাই। আমি যেন অসাড় হয়ে যাই। চোখও খুলতে পারছিলাম না। নড়তে পারছিলাম না। সকাল পর্যন্ত এই অবস্থায় ছিলাম। যতক্ষণ না আলোর দেখা পেয়েছি, ততক্ষণ চোখ খুলতে পারছিলাম না। ওই রাতের পর থেকে গোটাদিন যেন আতঙ্কেই কাটে তার। তবে রাতেও ওই ঘরে একাই ঘুমোতে যান তিনি। সেদিন ঘুমোতে যেতে অনেকটাই রাত হয়ে যায় অভিনেত্রীর। ঘরে ঢুকে একা জোরে জোরে কথা বলতে থাকেন। চিৎকার করে বলেন, কাল রাতে যিনি এসেছিলেন, দয়া করে আর আসবেন না। আমি খুব ভয় পেয়েছি। যদি কিছু বলার থাকে তবে স্বপ্নে বলুন। মুখোমুখি সাক্ষাৎ চাই না। সেদিনের পর আর এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়নি বলেই জানান সোনাক্ষী। উল্লেখ্য, আগামী ২৭শে জুন, নিকিতা রায়ের একটি সুপারন্যাচারাল হরর থ্রিলার ছবির মুক্তি। তা নিয়ে ব্যস্ত অভিনেত্রী। তারই মাঝে ‘ভূত’ দর্শন নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলেন সোনাক্ষী।
পাঠকের মতামত
অনেক ভয় পেয়ে গেলাম