বিনোদন
গাজা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বরা
বিনোদন ডেস্ক
(৬ দিন আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১২:০৯ অপরাহ্ন

মুম্বাইয়ে কিছু দিন আগে গাজার জন্য একটি মিছিলের প্রচার করে কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে পহেলগাঁও কাণ্ডের সময়ে কোথায় ছিলেন তিনি। কিন্তু এতে তিনি থামেননি। তার সমাজমাধ্যম জুড়ে শুধুই গাজা সংক্রান্ত পোস্ট। এই মুহূর্তে অশান্ত বিশ্ব। মধ্যপ্রাচ্যের দেশগুলির পরিস্থিতি খুবই উত্তপ্ত। ইরানের পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছিল আমেরিকা। তার ঠিক এক দিনের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতির পথে এগোচ্ছে। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে ইরান। তবে, ইরান-ইজরায়েল নিয়ে সরাসরি কোনও বক্তব্য রাখেননি স্বরা। তিনি একের পর এক পোস্ট করছেন গাজার পরিস্থিতি নিয়ে।
সোমবার রাতে সেখানকার একটি নৃশংস ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী। মূল পোস্টটি লেখিকা আসাল রাদের। গাজার এক বাসিন্দার ক্ষতবিক্ষত ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, ইজরায়েলের মানবিক সাহায্য। এই পোস্ট ভাগ করে নিয়ে স্বরা লিখেছেন, এই সময় গাজা। এক্স হ্যান্ডলে গাজার এক বাসিন্দার বক্তব্য রি-পোস্ট করেছেন তিনি। গাজাবাসী লিখেছেন, তাদের মধ্যে আমিও থাকতে পারতাম, যারা পরিবারের জন্য খাবার আনতে বেরিয়ে মৃত্যুবরণ করেছে।