বিনোদন
প্রথম ঝলকেই বাজিমাত
বিনোদন ডেস্ক
২৫ জুন ২০২৫, বুধবার
সম্পর্কের রসায়ন বদলের পর ফের পর্দায় ফিরলো দেব-শুভশ্রীর রোমান্স। ‘ধূমকেতু’র প্রথম ঝলকে ঠোঁটে ঠোঁট জুটির। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই আগস্ট। তার আগে প্রকাশিত টিজারে বাজিমাত করলো ছবিটি। ট্রেলারের শুরুতে দেব বলছেন, গত ৯ বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি। কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। মৃত্যুকে আর ভয় পাই না।