বিনোদন
চুল দান করলেন সোনম
বিনোদন ডেস্ক
২৫ জুন ২০২৫, বুধবার
মা হওয়ার পরও ঠিক আগের মতোই গ্ল্যামারাস সোনম কাপুর। তার গ্ল্যামার, ফিগার এক ইঞ্চিও এদিক-ওদিক হয়নি। তবে সেই সোনমের কাছে সৌন্দর্যের অনেক আগে মানবতা। তাই তো নিজের ১২ ইঞ্চি চুল দান করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে ফিতা ধরে তার ১২ ইঞ্চি চুল কাটতে দেখা গিয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে সোনম লেখেন, ১২ ইঞ্চি চুল কেটে দান করার সিদ্ধান্ত নিয়েছি।