বিনোদন
চমকে দিলেন কিয়ারা
বিনোদন ডেস্ক
২৫ জুন ২০২৫, বুধবার
মা হওয়ার পর ফের কাজে ফিরেছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। আর ফিরেই রীতিমতো চমকে দেয়া খবর দিলেন। এবার তিনি ট্র্যাজেডি কুইন মীনা কুমারীর বায়োপিকে কিংবদন্তি অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করবেন। রুপালি পর্দায় মীনা কুমারীর আত্মজীবনী ফুটে উঠবে। এই খবর শিরোনামে আসার পর থেকেই কৌতূহলী সিনেপ্রেমীরা। তার চরিত্রে কাকে সবচেয়ে বেশি মানাবে, কাকে দেখা যাবে, এসব নিয়েই শুরু হয়ে যায় আলোচনা। সারেগামাপা এবং আমরোহী পরিবারের সঙ্গে হাত মিলিয়ে বিগ বাজেটের ছবি তৈরি করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু কিংবদন্তি অভিনেত্রীর ভূমিকায় কে অভিনয় করবেন, তা এতদিন চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই উঠে এসেছে একাধিক অভিনেত্রীর নাম। তবে এবার পাওয়া গেল নতুন খবর। এই চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছেন কিয়ারা। সিদ্ধার্থ ঘরনির মধ্যে সেই আবেগি শরীরী আবেদন রয়েছে বলে মনে করছেন পরিচালক। পর্দায় মীনা কুমারীর গ্ল্যামার এবং তার ক্যারিয়ারের যন্ত্রণার কাহিনী ফুটিয়ে তুলতে পারবেন একমাত্র কিয়ারাই। সুতরাং দুয়ে দুয়ে চার হলে পর্দায় কিয়ারাই যে মীনা হবেন, তা শুধু সময়ের অপেক্ষা। এ ছাড়া ছবির চিত্রনাট্যও হাতে পেয়েছেন কিয়ারা। যা পড়ে মুগ্ধ তিনি। বলা হচ্ছে, এ ছবির হাত ধরে কিয়ারার ফিল্মি ক্যারিয়ারও নতুন মাইলফলক স্পর্শ করবে।