বিনোদন
১৬ দিনে কতো আয় করলো ‘উৎসব’
স্টাফ রিপোর্টার
২৫ জুন ২০২৫, বুধবার
মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও চমক দেখাচ্ছে ‘উৎসব’। মাত্র ১৬ দিনেই তারকাবহুল এ সিনেমাটির ২ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে। যা নিয়ে উচ্ছ্বসিত সিনেমা সংশ্লিষ্টরা। এমনকি এবার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খানের ‘তাণ্ডব’-কে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে ‘উৎসব’। জানা গেছে, মুক্তির ১৮তম দিনে মাল্টিপ্লেক্সের ২৯টি শো থেকে আয় করেছে ২১ লাখ ৭৮ হাজারেরও বেশি টাকা। এদিকে, উৎসব ছবির ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে জানানো হয়েছে যে ১৬ দিনে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার এবং লায়ন থেকে ২ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। প্রযোজক সূত্র মতে, এর আগে মাল্টিপ্লেক্সের ১৭ শো থেকে ১০ দিনে সিনেমাটি আয় করেছিল ১ কোটি ১৪ লাখেরও বেশি। ‘উৎসব’ ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে কিনা, এমন প্রশ্নে পরিচালক তানিম নূর বলেন, ব্লকবাস্টার হবে কিনা জানি না। তবে এখন পর্যন্ত যা হচ্ছে তা দারুণ। দর্শকের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি, এটাই আমার কাছে বেশি। উল্লেখ্য, ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান প্রমুখ।
পাঠকের মতামত
ক্রিকেট খেলায় ইন্ডিয়া হেরেগিছিল পাকিস্থানের কাছে ওই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে ইন্ডিয়া বিরুদ্ধি মিছিল হয়েছিল, তহন ইন্ডিয়ায় মিডিয়া সাক্ষাৎ করে চঞ্চল চৌধুরী বলছিল এরা পাকিস্থানি বীজ তাই বলছি চঞ্চল এখনো বাহিরে কিভাবে ঘুরে।