ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

দুই পর্দায় সমানতালে মৌ

স্টাফ রিপোর্টার
২৫ জুন ২০২৫, বুধবার
mzamin

চলতি প্রজন্মের নায়িকা মৌ খান। এরই মধ্যে সিনেমা, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে কাজ করে যাচ্ছেন নিয়মিত। তবে গত এক বছরে সিনেমার পাশাপাশি ছোট পর্দার নাটকেও কাজ করছেন তিনি। সম্প্রতি তিনি কাজ শেষ করেছেন মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় ‘ব্যাডবাজ পোলাপান’ শিরোনামের নাটকে। সামনেও আরও একাধিক নাটক-সিনেমার কাজ হাতে রয়েছে তার। এদিকে সবশেষ চলতি বছরের মার্চে ‘চাইল্ড অব দ্য স্টেশন’ নামের সিনেমায় কাজ করেছেন মৌ। ময়না আজমেরী’র উপন্যাস অবলম্বনে সানী আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করেছেন জাফর আল মামুন। এতে মৌয়ের সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা। সিনেমাটি নিয়ে মৌ খান বলেন, বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে এর গল্প। আমি শ্রাবণী চরিত্রে অভিনয় করছি। বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।
নতুন ছবি প্রসঙ্গে এ নায়িকা বলেন, নতুন বেশ কিছু সিনেমায় কাজের কথা চলছে। তবে পাকাপাকি হয়নি। দুই পর্দায় কাজ প্রসঙ্গে মৌ বলেন, ভালো গল্প ও চরিত্র হলে যেকোনো মাধ্যমে কাজ করতে চাই। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সব প্ল্যাটফরমে নিজেকে প্রমাণ করতে চাই। মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’, সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status