বিনোদন
এনটিভি’র পর্দায় ‘অপ্রকাশিত ভালোবাসা’
স্টাফ রিপোর্টার
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
নিঃশব্দ প্রেম কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এ প্রজন্মের তরুণ নির্মাতা এ আর সাঈম মৃধা। নির্মাতা বলেন, ভালোবাসা সব সময় উচ্চারণে ধরা দেয় না। কখনো কখনো তা থেকে যায় গভীর অনুভবের এক নীরব কোণায়। সেই না বলা ভালোবাসার কথাই এই নাটকে তুলে ধরা হয়েছে। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন- মনোজ প্রামাণিক ও মরিয়া শান্ত।