বিনোদন
প্রযোজক হিসেবে নবজন্ম ঋতুপর্ণার
বিনোদন ডেস্ক
২৯ জুন ২০২৫, রবিবার
প্রযোজক হিসেবে নবজন্ম, ব্যক্তিগত জীবন, নতুন ছবি মুক্তি, সবকিছু নিয়ে অকপট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রযোজক হিসেবে অন অ্যান্ড অফ- সব সময়ই কিছু না কিছু করছিলাম। একসময় ‘আলো’ করেছিলাম। সেটা সোলো প্রযোজনা নয়, আমাদের একটা গ্রুপ ছিল। তারপরে ‘ইচ্ছে’ আমি প্রেজেন্ট করেছিলাম আর কো-প্রোডিউসও। ‘পার্সেল’ প্রেজেন্ট করেছিলাম। ‘আহারে’, ‘দত্তা’ও করেছিলাম। প্রথম ছবি প্রযোজনা অনেক বছর আগে করেছিলাম দুলাল লাহিড়ীর ‘বৃষ্টির ছায়াছবি’। এবার সুজিত মণ্ডলের ‘অন্বেষণ’ ছবিটাও মুক্তি পাবে। হ্যাঁ, প্রযোজক হিসেবে নবজন্ম বলা যেতে পারে। আমাদের হাউসের কাছেও চ্যালেঞ্জ ছিল। আমি অভিনেত্রী হিসেবেও অনেক স্টিরিওটাইপ ভেঙেছি। অনেক কিছু প্রথম আমি এক্সপেরিমেন্ট করেছি, অন্যরা পরে। এ ছাড়া তিনি আরও বলেন, এই তো ২৫ বছর পরে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ এলো, তাতেও মানুষের কি পাগলামি। এটাই বলবো, ২৫ বছর আগেও হিট দিয়েছি। তারপর ‘অযোগ্য’-এর মতো হিটও। সাম্প্রতিককালে ‘দাবাড়ু’ স্ট্যান্ডার্ড চলেছে বা ‘পুরাতন’ হিট করেছে। আসলে সাফল্যকে মাথায় চড়তে দিই না। সাফল্য পেয়ে আরও নম্র হয়েছি। এটা হয়তো প্রজন্মের ব্যাপার। এদের কাছে সবকিছুই সহজলভ্য। আমাদের পথ ছিল কঠিন। গ্রুমিং ওইভাবেই হয়েছে। উল্লেখ্য, এবার ঋতুপর্ণা অভিনীত ‘ম্যাডাম সেনগুপ্ত’ আসছে ৪ঠা জুলাই। এটি একটি থ্রিলার ছবি। যেখানে একজন কার্টুনিস্টের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা।