বিনোদন
হেরা ফেরিতে ফিরলেন পরেশ রাওয়াল
বিনোদন ডেস্ক
২ জুলাই ২০২৫, বুধবার
বলিউডের অন্যতম সেরা কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’- এর তৃতীয় কিস্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেন জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। এ ঘটনার পর অক্ষয় কুমার মামলা করে বসেন তার প্রিয় বন্ধু পরেশের নামে। যা নিয়ে পানি কম ঘোলা হয়নি। তবে এমন সিদ্ধান্তের কয়েক সপ্তাহ পর আবারো ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার ঘোষণা দিলেন পরেশ। হিমাংশু মেহতার একটি পডকাস্টে কথা বলার সময় তিনি এই তথ্য নিশ্চিত করেন। সব ঝামেলা এখন অতীত। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছেন, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন সিনেমাটি নিয়ে আমাদের মধ্যে কোনো জটিলতা নেই। তিনি আরও বলেন, যে কাজ মানুষ এত ভালোবাসে, সেটা নিয়ে বাড়তি যত্ন নেয়া জরুরি। দর্শক আমাদের প্রতি বিশ্বাস রাখেন বলেই দায়বদ্ধতা থেকেও ভালো কিছু উপহার দিতে হয়। প্রায় ১৯ বছর পর হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন সবাই। উল্লেখ্য, বলিউডের অন্যতম ব্যবসাসফল ও প্রচণ্ড জনপ্রিয় একটি সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। শুধু ‘হেরা ফেরি’ নয়, এর অন্যতম চরিত্র রাজু (অক্ষয় কুমার), শ্যাম (সুনীল শেঠি) এবং বাবুরাও (পরেশ রাওয়াল) চরিত্রগুলোও ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম।