রাজনীতি
সংস্কারের পক্ষের সব গণতান্ত্রিক শক্তির জোট গঠনে আগ্রহী এবি পার্টি
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ১২:২২ অপরাহ্ন

আমার বাংলাদেশ (এবি) পার্টি মতাদর্শ কিংবা ক্ষমতাকেন্দ্রিক কোনো জোটের পক্ষে নয়, বরং বৈষম্যবিরোধী ও সংস্কারের পক্ষের সব গণতান্ত্রিক শক্তির জোট গঠনে আগ্রহী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির ৩৬ দিনব্যাপী জুলাই উদযাপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। কর্মসূচির উদ্বোধন করেন জুলাই শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা ও সন্তান আরিয়ানা কাজী নুজাইরাহ।
সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘স্বাধীন বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক হয়েছিলাম। আজ কেন সংস্কার নিয়ে এত দ্বিধা। মতাদর্শ কিংবা ক্ষমতাকেন্দ্রিক জোট নয়, বৈষম্যবিরোধী ও সংস্কারের পক্ষের সব গণতান্ত্রিক শক্তির জোট গঠনে এবি পার্টির আগ্রহ রয়েছে।’
গণ অভ্যুত্থানের জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, সেসব শহীদকে মনে রাখার প্রধান ধাপ হলো এমন বাংলাদেশ গঠন করা। যেখানে নতুন করে হাসিনার মতো ফ্যাসিবাদ চেপে বসতে না পারে।’
বিশেষ অতিথির বক্তব্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম বলেন, ‘হাজারো শহীদের রক্ত, পঙ্গুত্ব, অঙ্গহানির পর আমরা একটি নতুন বাংলাদেশ চাই।’ আবারও বিভেদ-বিভাজনের রাজনীতি আমরা চাই না, উল্লেখ করেন তিনি।
এছাড়া এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, বি এম নাজমুল হক, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এ বি এম খালিদ হাসান, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, আমিনুল ইসলাম এফসিএ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, নারীবিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।
পাঠকের মতামত
Since the nation got rid of Awami League/Sheikh Hasina RAW had to find a new home, a new address. BNP is that new address of RAW. It has a number of trained and ruthless RAW agents in top positions in BNP. These people will leave no stone unturned to stall and frustrate reforms - to take the nation back inside the clasp of INDIA. The nation must stop them, before they succeed in inflicting serious and lasting harm to our country.
A very ingenious idea. This will act as a potent weapon against the RAW agents in BNP that are dragging their feet at every turn - to stall and frustrate reforms and to take the nation back inside the clasp INDIA.
শুভ কামনা রইলো।