অর্থ-বাণিজ্য
পরিবেশবান্ধব কারখানা সনদ পেলো ইভিটেক্স অ্যাপারেলস
অর্থনৈতিক রিপোর্টার
(১ দিন আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৮:০৪ অপরাহ্ন

গাজীপুরের ইভিটেক্স অ্যাপারেলস পরিবেশবান্ধব কারখানা হিসেবে সনদ পেয়েছে। এতে দেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৯।
ইভিটেক্স অ্যাপারেলস ইভিন্স গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার উল আলম চৌধুরী। তিনি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি।
ইভিন্স গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে ইভিটেক্স অ্যাপারেলস। প্রতিষ্ঠানটি লিড গোল্ড সনদ পেয়েছে। এই গ্রুপের আরেক প্রতিষ্ঠান ইভিটেক্স ড্রেস শার্ট গত বছর লিড প্লাটিনাম সনদ পেয়েছে।ইভিন্স গ্রুপ ও বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, ‘বিজিএমইএ একটি টেকসই উন্নয়ন রূপকল্প ২০৩০ প্রণয়ন করেছে, যেখানে এসডিজিকে মূল কার্যকারিতা সূচক হিসেবে বিবেচনা করা হয়েছে। আমরা সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে একটি পরিবেশবান্ধব ও উৎপাদনশীল তৈরি পোশাকশিল্প উপহার দিতে সক্ষম হব। ইভিন্স গ্রুপ সেই পথিকৃৎদের একজন হতে চায়, যারা টেকসই উন্নয়নকে সামনে রেখে কাজ করবে।’