বাংলারজমিন
সীতাকুণ্ডে নামার বাজার পর্যটক মার্কেট এলাকায় দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মহাসড়ক থেকে মাত্র ৫-৬ হাত দূরত্বে নামার বাজারের অন্যতম ব্যস্ত এলাকা ‘পর্যটক মার্কেট’। মার্কেট এলাকাটির দুই পাশের সড়ক বর্তমানে জলাবদ্ধতা ও দুর্গন্ধযুক্ত পানিতে সয়লাব হয়ে পড়েছে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে নামা হাজারো পথচারী এবং বাজারের মার্কেটে ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তিতে রয়েছেন। মার্কেটের দোকানদারদের অভিযোগ- এই যেন দেখার কেউ নেই! সামান্য বৃষ্টিতেই পাশের ড্রেন ও একটি পাবলিক বাথরুমের নোংরা পানি ময়লা-আবর্জনাসহ রাস্তায় উঠে আসে। স্থানীয়দের মতে, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় পানি জমে বিষাক্ত স্রোতের মতো রাস্তায় প্রবাহিত হচ্ছে, যা একদিকে পরিবেশ দূষণ করছে, অন্যদিকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। পর্যটক মার্কেটের ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া ও মামুনসহ অনেকেই জানান, মার্কেটের পূর্ব পাশে অবস্থিত একটি বাথরুম থেকে প্রতিনিয়ত ময়লা পানি সড়কে ছড়িয়ে পড়ে।
ওই বাথরুমটি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিকে বারবার অনুরোধ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না তিনি।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন বলেন, বিষয়টি পৌরসভার দায়িত্বে থাকলেও আমরা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।