বাংলারজমিন
নিখোঁজ সেই এইচএসসি পরীক্ষার্থী সাভার থেকে উদ্ধার
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
রাজধানীর ভাটারা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গতকাল দিবাগত রাতে সাভার থেকে তাকে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব। মাহিরা মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী। এর আগে রোববার সকাল ৮টার দিকে পরীক্ষার উদ্দেশ্যে ভাটারার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাহিরা। এ ঘটনার পর সন্ধ্যার দিকে তার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মাহিরার পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নেয়। পরে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিবারের সদস্যরা জানতে পারেন, মাহিরা ওইদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি। উদ্ধারকৃত শিক্ষার্থীর ভাষ্যমতে, গত রোববার তার এইচএসসি পরীক্ষা ছিল। সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে মিরপুর সরকারি বাঙলা কলেজ সেন্টারে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পরই একজন মহিলা তার সঙ্গে কথা বলতে আসে। কথা বলার একপর্যায়ে মহিলা তাকে চেতনানাশক কিছু দ্রব্য তার নাকের সামনে ধরলে সে অজ্ঞান হয়ে যায়।
এরপর সে আর কিছু মনে করতে পারে না। জ্ঞান ফিরলে সে নিজেকে একটি রুমের ভেতরে আবিষ্কার করে।
একই সময়ে সিপিসি-২, সাভার এর একটি আভিযানিক দল মেয়েটির সম্ভাব্য অবস্থান সাভার এলাকায় নিশ্চিত করে এবং অভিযান পরিচালনার জন্য মেয়েটির অবস্থানরত এলাকায় যায়। ভিকটিম অজ্ঞাত বাসায় বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে সুকৌশলে বাসা থেকে বের হয়ে গেলে র্যাবের টহল দল ভিকটিমের সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করে তাকে উদ্ধার করে এবং হেফাজতে নেয়।
এ ঘটনায় উদ্ধারকৃত ভিকটিমকে প্রাথমিক আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। র?্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি মাহিরাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারের পর তাকে তার বাবা আব্দুল্লাহ আল মারুফ এবং মা রেহানা পারভীনসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।