বাংলারজমিন
চট্টগ্রামে পুলিশের ক্ষমতা দেখিয়ে পাহাড়ে রিফিউজি এলাকায় ভবন নির্মাণের অভিযোগ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
পুলিশি ক্ষমতা ও ভয়ভীতি দেখিয়ে চট্টগ্রাম নগরের বার্মা কলোনির পাহাড়ে অসহায় রিফিউজিদের প্লট দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। শুধু তাই নয়, মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্থানীয় তরুণদের বিভিন্ন মামলা দিয়ে ও গ্রেপ্তার করে হয়রানিও করছেন ওই ব্যক্তি। নিরুপায় হয়ে তারা জেলা প্রশাসকের কাছে নালিশ দিয়েছেন। গত রোববার দুপুরে জেলা প্রশাসকের কাছে দেয়া অভিযোগে স্থানীয়রা বলেন, আইনের তোয়াক্কা না করে রিফিউজিদের জায়গায় জোরপূর্বক বহুতল ভবন করার পাশাপাশি সেখানে স্থানীয়দের নানাভাবে হয়রানি করছে মোহাম্মদ ইউসুফ। এতে এলাকাটি বাসের অযোগ্য হয়ে উঠেছে। প্রতিনিয়ত সন্ত্রাসী বাহিনীর মহড়া দিয়ে সেখানে নির্মাণকাজ চালানো হচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে নির্মাণকাজ করায় এলাকাটি মরণফাঁদে রূপ নিয়েছে। আতঙ্কে দিন পার করছেন বহু মানুষ। অভিযুক্ত মোহাম্মদ ইউসুফ রাঙ্গুনিয়া উপজেলার উত্তর ফকিরপাড়ার এলাকার লালানগর গ্রামের আবুল হোসেনের ছেলে। তবে তিনি বায়েজীদের বার্মা কলোনিতে বসবাস করেন। দুই নিকটাত্মীয় পুলিশে কর্মরত থাকার সুযোগে মোহাম্মদ ইউসুফ এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে রিফিউজি এলাকায় ভবন নির্মাণের প্রতিবাদে রোববার বিকালে মানববন্ধন করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে সেখানে ভবন নির্মাণ ও মামলা দিয়ে হয়রানি বন্ধ না করলে টানা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।