বাংলারজমিন
সাতক্ষীরা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩০
সাতক্ষীরা প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবারসাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃত্ব সংক্রান্ত বিরোধের জেরে প্রেস ক্লাব চত্বরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে প্রেস ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিকসহ অন্তত ৩০ জন গণমাধ্যমকর্মী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক সমাজে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, প্রেস ক্লাবের সভাপতি ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের নেতৃত্বে একটি সভার প্রস্তুতি চলছিল। এ সময় ‘কথিত সভাপতি’ আবু সাঈদ ও ‘সাধারণ সম্পাদক’ আব্দুল বারীর নেতৃত্বে আলিপুর এলাকা থেকে আনা ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। আহতদের মধ্যে রয়েছেন- সভাপতি আবুল কাশেম, ভোরের আকাশ পত্রিকার সাংবাদিক আমিনুর রহমান, ডিবিসি নিউজের বেলাল হোসেন, অনির্বাণের সোহরাব হোসেন, সময় টেলিভিশনের জিয়াউর রহমান, সাংবাদিক মঈনুল ইসলাম, আশরাফুল হক প্রমুখ। তাদের অনেকেই গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আবুল কাশেম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই আবু সাঈদ ও আব্দুল বারীর নেতৃত্বে সশস্ত্র ভাড়াটে বাহিনী আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা দীর্ঘদিন ধরে প্রেস ক্লাব দখল করে রেখেছে এবং ভিন্নমত পোষণ করলেই হামলা চালিয়ে থাকে। এ ঘটনার পর সাতক্ষীরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। ঘটনার পর সাতক্ষীরা প্রেস ক্লাব এলাকা থমথমে হয়ে পড়ে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্লাব চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সম্মিলিত আন্দোলনের ডাক দিয়েছেন।