বাংলারজমিন
‘স্বৈরাচার, ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না’
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
(২১ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৪ অপরাহ্ন

কোনো স্বৈরাচার, ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল থাকতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির দ্বিতীয় দিনে কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে পথসভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা নিয়ে রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাটে প্রবেশ করে এনসিপি’র নেতাকর্মীরা। পরে পদযাত্রাটি ত্রিমোহনী বাজার এলাকা হয়ে দুপুর ২টায় ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে এসে পথসভায় মিলিত হয়।
নাহিদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা এনসিপি মেনে নেবে না। বাস্তবসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। উন্নয়ন পরিকল্পনায় কুড়িগ্রামকে পিছিয়ে দেয়া না হয়, সেভাবেই তিস্তা মহাপরিকল্পনা করতে হবে। তিনি বলেন, আমাদের নতুন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারিনি। কুড়িগ্রাম সম্পর্কে নাহিদ বলেন, বৈষম্য অবহেলা দুর্দশা এবং বঞ্চনার আরেক নাম হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রামের প্রান্তিক মানুষের উন্নয়ন না হওয়া পর্যন্ত আমরা বৈষম্যহীন বাংলাদেশ দাবি করতে পারি না। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়েই গেছে। এই অবস্থার পরিবর্তনের জন্য নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই পার্টিতে আপনাদের সমর্থন চাই। চট্টগ্রামের পটিয়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, কেউ যদি আমাদের ছাত্র ভাইদের ওপর হামলার চেষ্টা করে, তার ফল ভালো হবে না।
পদযাত্রায় এনসিপি’র কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক কৌলাশ চন্দ্র রবিদাস, ড. আতিক মুজাহিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন। পথসভার সঞ্চালনা করেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পরে নাহিদ ইসলাম কুড়িগ্রাম জেলার সন্তান ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী হিসেবে সকলের সমর্থন চেয়ে সমাবেশ শেষ করেন। দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রাম জেলা শহরের পদযাত্রায় ও সমাবেশ শেষ করে এনসিপি’র নেতাকর্মীরা নাগেশ্বরী উপজেলা হয়ে ফুলবাড়ী উপজেলায় যান। সেখানে আরেকটি পথসভায় অংশ নিয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করেন।
পাঠকের মতামত
Uttering simple platitudes may well sound nice but has no effect. What we need is carefully analysed, committed, and concerted efforts to make sure that RAW agents are kept out of our parliament. Be they in JP, or in BNP. The nation cannot go through another period of Indian subjugation. The nation have had enough.