ভারত
নির্বাচন পরবর্তী সহিংসতা
বিজেপি কর্মী খুনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও ২ কাউন্সিলরের বিরুদ্ধে চার্জশিট দাখিল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২২ ঘন্টা আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

২০২১ সালে নির্বাচন পরবর্তী সহিংসতায় কলকাতার বুকে খুন হয়েছিলেন বিজেপি কর্মী। সেই মামলায় অতিরিক্ত চার্জশিট দিয়েছে সিবিআই। বুধবার শিয়ালদহ আদালতে দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট জমা করেছে সিবিআই। সেখানে অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পালের। এ ছাড়া কলকাতার দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষেরও নাম রয়েছে অভিযুক্তের তালিকায়। দ্বিতীয় অতিরিক্ত চার্জশিটে মোট ১৮ জন অভিযুক্তের নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছিল। ওই সময়েই ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছির অভিজিৎ খুন হন বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, ফল প্রকাশের দিনই গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হয় অভিজিৎ সরকারকে। সে বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিল। প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছিল। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে পুলিশের থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা অন্যতম অভিযুক্ত কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার অবশ্য গোটা ঘটনাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। তিনি বলেন, নির্বাচন আসছে, তাই বিজেপিকে একটু নড়েচড়ে বসতে হবে। রাজনৈতিক ভাবে লড়াই করতে না-পেরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নাম যুক্ত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।