ঢাকা, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

মালয়েশিয়ায় নার্স সংকট চরমে, বিদেশ থেকে নিয়োগে বিবেচনা

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(১১ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৯:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৩ পূর্বাহ্ন

mzamin

মালয়েশিয়ায় নার্স সংকট ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ড. জুলকেফলি আহমদ। এই সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে অন্যতম হলো নার্স প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ানো। অন্যদিকে এটির অস্থায়ী সমাধান হিসেবে বিদেশ থেকে নার্স নিয়োগের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিউ স্ট্রেইটস টাইমস স্বাস্থ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, নার্সের সংকট একটি বাস্তব সমস্যা এবং আমরা তা সমাধানে সচেষ্ট। বর্তমানে প্রশিক্ষণার্থীর সংখ্যা ১,০০০ জনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। তবে চাহিদা অনুযায়ী সেটিও যথেষ্ট নয়।

গত ২৯ জুন দেশটির পাসির গুদাং হাসপাতাল প্রকল্পের হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে নার্স নিয়োগে সমস্যার অন্যতম কারণ হলো অনেকেই এই পেশায় আসতে আগ্রহী নন। এই সংকট সমাধানে কিছুটা সময় চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত সরকারি তথ্যে দেখা গেছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা ৬,৯১৯ জন স্বাস্থ্যকর্মী পদত্যাগ করে বেসরকারি খাতে যোগ দিয়েছেন। এদের মধ্যে ২,১৪১ জন ছিলেন নার্স, যার মধ্যে ১,৭৫৪ জন স্থায়ী এবং ৩৮৭ জন চুক্তিভিত্তিক। এছাড়া, ১,৮৫৬ জন স্থায়ী মেডিকেল অফিসার, ৩,৮৪৬ জন চুক্তিভিত্তিক মেডিকেল অফিসার এবং ১,২১৭ জন চিকিৎসা বিশেষজ্ঞও পদত্যাগ করেছেন।

এই গণপদত্যাগের অন্যতম কারণ হিসেবে বেসরকারি খাতে অধিক সুবিধা ও আকর্ষণীয় বেতন-ভাতা উল্লেখ করা হয়েছে। এর আগে ড. জুলকেফলি জানিয়েছিলেন, নার্স সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। দেশের বর্তমান চাহিদা মেটাতে অস্থায়ী সমাধান হিসেবে বিদেশ থেকে নার্স নিয়োগের বিষয়টিও মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status