অনলাইন
বান্দরবানে অভিযানে ২ কেএনএফ সদস্য নিহত: আইএসপিআর
স্টাফ রিপোর্টার
(১০ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১০:১৬ পূর্বাহ্ন

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন।
এতে আরও বলা হয়, অভিযানে তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এবং অভিযান এখনও চলছে।
পাঠকের মতামত
ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে । এই ধারা অব্যাহত রাখতে হবে ।
সাবাস বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের এই পার্বত্য অঙ্চল নিয়ে দেশি-বিদেশি অনেক এনজিও এবং রাষ্ট্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিষ দাত ভেঙ্গে দিতে আমাদের সদা সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে সেই সাথে গোয়েন্দা নজরদারী বাড়াতে হবে।