ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

মানবজমিন ডিজিটাল

(৭ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৬ অপরাহ্ন

mzamin

প্রায় চার বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও এত দিন পর্যন্ত কোনও দেশই সে দেশের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে-'আমরা বিশ্বাস করি যে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির ফলে আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিকাশে গতি আসবে। ' এক্সে একটি পোস্টে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাবুলে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সাথে একটি বৈঠক প্রসঙ্গে বলেছেন, এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।'

রাশিয়ার এই পদক্ষেপটি ওয়াশিংটনের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার সম্ভাবনা রয়েছে, যা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোটি কোটি সম্পদ জব্দ করেছে। যার ফলে আফগানিস্তানের ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে মূলত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেইসঙ্গে তালেবানের কিছু সিনিয়র নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে এই গোষ্ঠী, যখন দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী মার্কিন বাহিনী প্রত্যাহার করে নেয়। মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ব্যর্থতা’ বলে অভিহিত করা মস্কো তখন থেকেই তালেবান কর্তৃপক্ষের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের সম্ভাব্য অর্থনৈতিক অংশীদার এবং মিত্র হিসেবে দেখে।

২০২২ এবং ২০২৪ সালে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে তালেবানের একটি প্রতিনিধিদল যোগ দিয়েছিল এবং গত অক্টোবরে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দেখা করেছিল গোষ্ঠীর শীর্ষ কূটনীতিক। ২০২৪ সালের জুলাই মাসে, রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন তালেবানদের ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র’ বলে অভিহিত করেছিলেন। এপ্রিল মাসে, রাশিয়ার সুপ্রিম কোর্ট এই গোষ্ঠীর ওপর থেকে  ‘সন্ত্রাসী’ তকমা তুলে নেয়। 

ল্যাভরভ সেই মাসে  মস্কোকে তালেবানদের প্রতি ‘বাস্তববাদী’ নীতি গ্রহণ করার আহ্বান জানান।গত দুই দশক ধরে তালেবানের প্রতি মস্কোর মনোভাব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। ১৯৯৪ সালে আফগান গৃহযুদ্ধের সময় এই দলটি গঠিত হয়েছিল, মূলত ১৯৮০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধকারী সাবেক মার্কিন-সমর্থিত মুজাহিদিন যোদ্ধাদের দ্বারা। সোভিয়েত-আফগান যুদ্ধের ফলে মস্কোর এক ভয়াবহ পরাজয় ঘটে যা সম্ভবত ইউএসএসআরের পতনকে ত্বরান্বিত করেছিল। উত্তর ককেশাসে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের জন্য ২০০৩ সালে রাশিয়া তালেবানকে তাদের ‘সন্ত্রাসী’ কালো তালিকাভুক্ত করে। কিন্তু ২০২১ সালে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর রাশিয়া এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলো  প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তালেবানদের ক্ষমতা দখলের পর রাশিয়াই প্রথম দেশ যারা কাবুলে একটি ব্যবসায়িক প্রতিনিধি অফিস খুলেছিল এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় গ্যাস সরবরাহের জন্য আফগানিস্তানকে একটি ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথা  ঘোষণা করেছে। আফগান সরকার কোনও বিশ্ব সংস্থা কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়।

সূত্র : আলজাজিরা

পাঠকের মতামত

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার রাশিয়ার এই পদক্ষেপ প্রশংসনীয়। তথাকথিত বিশ্ব মোড়ল গায়ের জোরে যুদ্ধ চাপিয়ে আফগানিস্তান ধ্বংস করেছে। পরবর্তীতে আর সামলাতে না পেরে পিছু হটেছে। কিন্তু আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না। নানান নিষেধাজ্ঞা দিয়ে তাদের পথচলা করছে বাধাগ্রস্ত। অথচ এই মোড়ল ও তার অনুসরণকারী দোসরেরা ইসরায়েলের প্রতি সম্পূর্ণ বিপরীত আচরণ করে! এই ডাবল স্ট্যান্ডার্ড পুরো পৃথিবীই বোঝে।

মোহাম্মদ আলী রিফাই
৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১:০২ অপরাহ্ন

আফগানীরাই দেশপ্রেমিক ।।

এস. হোসেন
৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১২:৪০ অপরাহ্ন

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

হেদায়েত উল্লাহ
৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১২:০০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status