ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

জন্মহার বাড়াতে চীনা পরিবারগুলোকে ভর্তুকি দেয়ার পরিকল্পনা জিনপিং সরকারের

মানবজমিন ডিজিটাল

(৬ ঘন্টা আগে) ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১২:৩৩ অপরাহ্ন

mzamin

চীনা দম্পতিদের সন্তান ধারণের জন্য উৎসাহিত করতে পরিবারগুলোকে হাতে হাতে নগদ অর্থ প্রদানের পরিকল্পনা করছে জিনপিং সরকার। কারণ বছরের পর বছর ধরে জনসংখ্যা হ্রাস বিশ্বের দ্বিতীয় অর্থনীতির এই দেশকে হুমকির মুখে ফেলেছে। স্থানীয় জনগণ জানিয়েছে, সরকার দেশব্যাপী একটি উদ্যোগের অংশ হিসেবে ১ জানুয়ারী বা তার পরে জন্মগ্রহণকারী প্রতিটি শিশুর জন্য বছরে ৩,৬০০ ইউয়ান (৫০৩ ডলার) প্রদানের জন্য প্রস্তুত। 

চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস মন্তব্যের জন্য ফ্যাক্স করা অনুরোধের জবাব দেয়নি। যদিও চীন প্রায় এক দশক আগে তার এক সন্তান নীতি ত্যাগ করেছে, তবুও ২০২৪ সাল পর্যন্ত টানা তিন বছর ধরে এর জনসংখ্যা হ্রাস পেয়েছে।  চীন দম্পতিদের শুধুমাত্র একটি সন্তান ধারণের অনুমতি দেয়ার নীতি তুলে নেয়ার পর গত বছর ৯.৫৪ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করেছে, যা ২০১৬ সালে নিবন্ধিত ১৮.৮ মিলিয়নের অর্ধেক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জন্য জন্মহার হ্রাস একটি চ্যালেঞ্জ, বিশেষ করে যেখানে কর্মক্ষম জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। এটি দেশের শ্রম সরবরাহ এবং উৎপাদনশীলতার জন্য হুমকিস্বরূপ।২০২৩ সালে ভারতের কাছে সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীন তার তকমা হারিয়েছে, জাতিসংঘের জনসংখ্যাতাত্ত্বিক মডেলিং অনুসারে, ২০৫০ সালের মধ্যে এর জনসংখ্যা আরও কমে ১.৩ বিলিয়ন এবং ২১০০ সালের মধ্যে ৮০ কোটির নিচে নেমে আসতে পারে। এই ভবিষ্যদ্বাণীর কারণ হলো বিবাহের হার উদ্বেগজনকভাবে কমে যাওয়া, যা প্রায় অর্ধ শতাব্দীর মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে এবং এর ফলে জন্মের হার আরও কমতে পারে।এই উদ্বেগজনক প্রবণতা ইতিমধ্যেই অনেক স্থানীয় সরকারকে নগদ প্রণোদনা থেকে শুরু করে আবাসন ভর্তুকি প্রদান পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে উৎসাহিত করেছে, যাতে পরিবারের আর্থিক বোঝা লাঘব করা যায় এবং শিশুর জন্মকে উৎসাহিত করা যায়। কিছু ক্ষেত্রে স্থানীয় ভর্তুকি বেশ কার্যকরী হতে পারে। অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার আঞ্চলিক রাজধানী হোহোট মার্চ মাসে জাতীয় শিরোনামে উঠে আসে, যেখানে দ্বিতীয় সন্তান জন্মদানকারী দম্পতিদের জন্য ৫০,০০০ ইউয়ান এবং তৃতীয় বা তার বেশি সন্তানের জন্য ১০০,০০০ ইউয়ান ভর্তুকি দেয়া হয়।

সূত্র : এনডিটিভি প্রফিট

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status