অনলাইন
ব্রিকস সম্মেলনে নরেন্দ্র মোদি ও আনোয়ার ইব্রাহিমের বৈঠক
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৭ অপরাহ্ন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত রোববার (মালয়েশিয়া সময় সোমবার) ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে সাক্ষাৎ করেছেন। দুই নেতা ব্রিকস নেতৃবৃন্দের সম্মেলনে অংশ নিতে সেখানে অবস্থান করছেন।
দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামা জানিয়েছে, তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত বছর লাওসে অনুষ্ঠিত ২১তম আসিয়ান-ভারত সম্মেলনে। এবারের বৈঠকে আনোয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী টেংকু দাতুক সেরি জাফরুল আবদুল আজিজ। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর মোদির সঙ্গে উপস্থিত ছিলেন।
আসিয়ান অঞ্চলে ভারতীয় বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়া হচ্ছে তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আনোয়ার ইব্রাহিম শনিবার রিওতে পৌঁছান, যেখানে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে ১৭তম ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন। উল্লেখ্য যে চলতি বছরের ১ জানুয়ারি মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিকস পার্টনার দেশে পরিণত হয়েছে।
বারনামা আরো জানিয়েছে, আনোয়ার ও মোদির এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং মালয়েশিয়ায় একটি ভারতীয় ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের পরে আনোয়ার এক বিবৃতিতে বলেন, “মালয়েশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিশাল সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করেছি।”