ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

গ্লোবাল সাউথের দেশগুলো বঞ্চনার শিকার: নরেন্দ্র মোদি

মানবজমিন ডিজিটাল

(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ১১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্লোবাল সাউথের প্রান্তিকীকরণ এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিলেন। দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলোর প্রতি ‘বঞ্চনা’ হচ্ছে বলে আন্তর্জাতিক সম্মেলনে দাবি করলেন মোদি। তার ভাষণে, প্রধানমন্ত্রী গ্লোবাল সাউথ যে বৈষম্যতার শিকার হচ্ছে তা তুলে ধরে বলেন, এই অঞ্চলের স্বার্থকে কখনও ‘অগ্রাধিকার’ দেয়া হয়নি।

গ্লোবাল সাউথ দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং ওশিয়ানিয়ার উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলো। রবিবার মোদি ‘উন্নত’ দেশগুলোর বিরুদ্ধে কার্যত অভিযোগ আনেন। তিনি জানান, গ্লোবাল সাউথের স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। সরাসরি বলেন, “জলবায়ু সঙ্কট মোকাবিলার অর্থ, উন্নয়ন, প্রযুক্তিগত সুযোগ সুবিধার ক্ষেত্রে এই দেশগুলোর কাছে বেশির ভাগ সময়েই সহায়তা পৌঁছায় না।”

মোদির দাবি, দীর্ঘদিন ধরেই দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে এই বঞ্চনা চলছে। প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে কেবল প্রতীকী পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো, ভোটাধিকার এবং নেতৃত্বে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। 

তিনি উল্লেখ করেন, ‘আজ একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থার প্রয়োজন। এটি বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শুরু করতে হবে। সংস্কারগুলো কেবল প্রতীকী হওয়া উচিত নয়, বরং এর প্রকৃত প্রভাবও দৃশ্যমান হওয়া উচিত। শাসন কাঠামো, ভোটাধিকার এবং নেতৃত্বের অবস্থানে পরিবর্তন আসা উচিত। নীতি নির্ধারণে গ্লোবাল সাউথের দেশগুলির চ্যালেঞ্জগুলোকে  অগ্রাধিকার দেয়া উচিত।’

ব্রিকস সম্মেলনে তার বক্তৃতার সারাংশ সমাজমাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, “গ্লোবাল সাউথকে ছাড়া আন্তর্জাতিক গোষ্ঠীগুলি যেন এমন একটি মোবাইল ফোন, যার সিম আছে কিন্তু নেটওয়ার্ক নেই।” এই পরিস্থিতি বদলাতে জোরাল সওয়াল করেন মোদি। তার সাফ কথা, সফটওয়্যারের যুগে টাইপরাইটার চলতে পারে না। প্রধানমন্ত্রী ব্রিকসের সম্প্রসারণের কথা তুলে ধরেন।  ইন্দোনেশিয়ার সাম্প্রতিক অন্তর্ভুক্তিকে স্বাগত জানান এবং ব্লকের ক্রমবর্ধমান ভূমিকা স্বীকার করেন। ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার বিকেলে (স্থানীয় সময়) ব্রাজিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে চতুর্থবার লাতিন আমেরিকার এই দেশটিতে পা রাখলেন মোদি। ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি রাজধানী ব্রাসিলিয়াতেও যাবেন বলে জানা গিয়েছে।

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status