অনলাইন
চীনের দাবি, দালাই লামার কোনো অধিকার নেই উত্তরসূরি নির্বাচনের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

দালাই লামার উত্তরাধিকার নিয়ে চলমান আলোচনায় অংশ নিতে গিয়ে ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং রবিবার এক্স হ্যান্ডলে জানিয়েছেন, চতুর্দশ দালাই লামা পুনর্জন্ম প্রক্রিয়ায় কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। এই ব্যবস্থাটি অব্যাহত থাকবে নাকি বিলুপ্ত করা হবে সেই সিদ্ধান্ত নেয়ার কোনও কর্তৃত্ব তার নেই।
চতুর্দশ দালাই লামা নিশ্চিত করেছেন যে, দালাই লামার প্রতিষ্ঠান অব্যাহত থাকবে। উল্লেখ্য, তিব্বতি বৌদ্ধধর্মের একটি অনন্য উত্তরাধিকার পদ্ধতি হিসেবে জীবন্ত বুদ্ধের পুনর্জন্মের অনুশীলন ৭০০ বছরেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। বর্তমানে সিচুয়ান, ইউনান, গানসু এবং কিংহাই প্রদেশের জিজাং এবং তিব্বতি-অধ্যুষিত প্রিফেকচার/কাউন্টিতে জীবন্ত বুদ্ধের এক হাজারটিরও বেশি পুনর্জন্ম ব্যবস্থা রয়েছে বলে চীনা রাষ্ট্রদূত মন্তব্য করেছেন।
তিনি আরও বলেছেন, চতুর্দশ দালাই লামা এই দীর্ঘস্থায়ী ঐতিহাসিক ঐতিহ্য এবং ধর্মীয় উত্তরাধিকারের অংশ ছাড়া আর কিছু নয়। দালাই লামার পুনর্জন্ম তার কাছ থেকে শুরু হয়নি এবং তার কারণেই শেষ হবে না। পুনর্জন্ম ব্যবস্থা অব্যাহত থাকবে নাকি বিলুপ্ত হবে তা সিদ্ধান্ত নেয়ার কোনও অধিকার তার নেই।
চতুর্দশ দালাই লামা তার ৯০তম জন্মদিন উদযাপনের আগেই ঘোষণা করেন, পরবর্তী দালাই লামার উত্তরাধিকারের সিদ্ধান্ত চীনা সরকার নেবে না। বরং একটি ট্রাস্ট নেবে, যা তিব্বতি বৌদ্ধধর্মের সর্বোচ্চ আধ্যাত্মিক কর্তৃপক্ষ নেবে। দালাই লামার এই ঘোষণার পাল্টা হিসেবে চীনের এই বিবৃতিটি এসেছে।
বর্তমান দালাই লামা প্রথমবারের মতো ইঙ্গিত দিয়েছেন যে, তিনি বিশ্বাস করেন তিনি পুনর্জন্ম লাভ করবেন এবং ঘোষণা করেছেন, তার উত্তরসূরি চিহ্নিত করার প্রক্রিয়াটি আধ্যাত্মিক নেতাদের, নির্বাসিত তিব্বতীয় সরকার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে পরামর্শের মাধ্যমে শুরু হবে। চীন সরকার দ্রুত এর প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, যেকোনো পুনর্জন্ম চীনের কেন্দ্রীয় সরকারের দ্বারা অনুমোদিত হতে হবে।